Powered By Blogger

Thursday, November 28, 2024

উপলব্ধিঃ এটা নির্ম্মম সত্য----


ঐশিখা,
এটা নির্ম্মম সত্য ও অপ্রিয় যে বাপ, মা প্রিয়জন মারা গেলে ছেলেকে তার কাছের মানুষ থেকে শুরু ক’রে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়াপ্রতিবেশী সবাই জিজ্ঞেস করে, ‘ডেড বডি হাসপাতাল থেকে কখন আসবে, ডেড বডি কখন শ্মশানে নিয়ে যাওয়া হবে’ ইত্যাদি ইত্যাদি। একটু আগে যে ছিল আমার বাবা, আমার মা, ভাই, বোন স্ত্রী, স্বামী; মারা যাবার সঙ্গে সঙ্গে সে হ’য়ে যায় ডেডবডি। এটাই আজকের সভ্যতা, এটাই সংস্কৃতি, এটাই শিক্ষা, এটাই চেতনা। একেই বলে ঘোর কলিযুগ।
আজকের এই সংস্কৃতিতে বড় হ’য়ে উঠছে আজকের ছোট্ট তুতুলেরা।
( লেখা ২৯শে নভেম্বর'২০১৭)













No comments:

Post a Comment