চন্ডাশুর বধের সময় মা দুর্গার মুখ ক্রোধে কৃষ্ণবর্ণ হ’য়ে উঠলে মায়ের ললাট থেকে করালবদনা, অসিপাশযুক্তা মা কালী আবির্ভূতা হন। মা কালী মা দুর্গারই অপর এক রুপ। সে রুপ অসৎ বিনাশার্থে ‘জিহবা-ললনভীষণা’ ভয়ঙ্করী শ্যামা। মায়ের আগমনে ফিরে আসুক ধরণীর শান্তি-স্বস্তি। জীবের নিথরতা অপসারিত হ’য়ে সঞ্চারিত হ’ক জীবনে সাত্বত গতিবেগ।
No comments:
Post a Comment