Powered By Blogger

Thursday, November 7, 2024

বিচিত্রা ৩৮

বিশ্বাস! বিশ্বাস! বিশ্বাস!একবার বিশ্বাস ক'রে আলোর দিকে মুখ ফেরাও। একবার নির্ভর ক'রে দেখো দয়ালের উপর। একটু ধৈর্য ধরো; দেখবে নিমেষে কেটে যাবে অন্ধকার, খুলে যাবে বন্ধ দরজা, ঘুচে যাবে হাহাকার!
( লেখা ৭ই নভেম্বর' ২০২১)

টাকা দিয়ে ঠাকুর হয় না সেবা, হয় না তাঁর প্রতিষ্ঠা; যে ব্যবহার, কথা, কাজে ঠাকুর পান ব্যাথা তা থেকে দূরে থাকার করো তুমি চেষ্টা।

ঠাকুর বলেন,
আমায় তুমি ফেলেছো মেরে শেষ যে তোমার পুঁজি!
তোমার চলা, তোমার বলা, তোমার চিন্তা, তোমার কথা সেথায় যে আমি বাঁচি!

ঠাকুর বললেন,
ছোটোকে বড় করো, বড়কে করো আরো বড়!
আমরা বলি, বড়কে ছোট করো, ছোটকে করো আরো ছোট, লাথি মেরে দাও ঢুকিয়ে পাতালে!

টাকা দিয়ে কি আর ইষ্টপ্রতিষ্ঠা হয়?
আত্মপ্রতিষ্ঠা-ই হয় না তো ইষ্টপ্রতিষ্ঠা!!

অন্তরে হামবড়াই লুকিয়ে চোরের মত
বিবেককে দেবে আর কত ফাঁকি?
অবশ্য থাকে বেঁচে বিবেক যদি।

টাকা একটা বিশেষ ভূমিকা পালন করে মাত্র
কিন্তু তা দিয়ে কাজের মূল্যায়ণ হয় না
তাই টাকার অহংকার করা ভালো না।
( লেখা ৭ই নভেম্বর'২০১৯)












No comments:

Post a Comment