প্রতি ঘটে ঘটে আমি!
প্রতি প্রাণে প্রাণে আমি!
বহুরূপে সম্মুখে আমার
ছাড়ি কোথা খুঁজি আমি অনুকূল!?
এসো, ছুটে এসো, চলে এসো,
পিছনে ফেলি সব, মন ছুটে চলে এসো
যা আছে জীবনে প্রতিকুল!
ভয় নাই, ভয় নাই, নাই আর আগুপিছু,
নব নবরূপে তুমি এসে দাঁড়াইলে মোর দ্বারে
শোক-তাপ-ভয়, জ্বালা-যন্ত্রণা, ক্ষয়
দুঃখ-কষ্ট, ব্যথা-বেদনা নাই আর প্রভু।
( লেখা ২৯শে' জানুয়ারি' ২৪)
No comments:
Post a Comment