তুমি কেমনতর মানুষ!
বেলুনের পিছনে লাগিয়ে আগুন
যেমন উড়িয়ে দেওয়া ফানুশ।
বেলুনের পিছনে লাগিয়ে আগুন
যেমন উড়িয়ে দেওয়া ফানুশ।
শান্তি যদি পেতে চাও
গালমন্দ ক'রে যাও।সুখ পেতে চাও যদি
অশ্রদ্ধাকে করো সাথী।।
গালাগালির অভিধান খুলে
বন্ধু করছো গালমন্দ;নিজের পায়ে নিজে মারছো কুড়ুল
হারিয়ে জীবন ছন্দ।
বোধ নেই বুদ্ধি নেই বাকি কি অবশিষ্টাংশ?
হাড় নেই গোড় নেই যেন একতাল মাংস!এমন মানুষ নেতা!?
এখন বুঝতে পারি পরমপিতার বুকের ব্যাথা!
বুঝতে পারি মানুষ তৈরির মূলকথা!!এক বুক গরল নিয়ে কি আর
অমৃত বৃক্ষ গজানো যায়!?
অম্ল ঢেঁকুর তুলে তুলে
শরীর যে জ্বলে যায়!!
গালাগালি-কুৎসা ক'রে
হয়তো বুকের জ্বালা মেটে
কিন্তু তা সাময়িক, আবার জ্বালা!
বুক যে জ্বলে যায় সেই কুৎসার আগুনে,
তা জানো কি?
কিন্তু তা সাময়িক, আবার জ্বালা!
বুক যে জ্বলে যায় সেই কুৎসার আগুনে,
তা জানো কি?
( লেখা ১লা নভেম্বর' ২০১৭/২০১৯)
No comments:
Post a Comment