এখন প্রায় জায়গায় অনেক সৎসঙ্গী গুরুভাইবোনদের দেখি অনেক প্রদীপ, মোমবাতি জ্বালিয়ে ও ধুপ ধুনোয় ঘর ভরিয়ে দম বন্ধ করা পরিবেশে অমূর্ত ভগবানের পুজোর মত ভক্তিতে গদগদ হ'য়ে সাজা সাধুর মত জীবন্ত ঈশ্বর শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের চলনপুজার পরিবর্তে চরণপূজায় মগ্ন হ'য়ে থাকে! আর চরিত্রে, অন্তরে থাকে ঘেয়ো ভিখারি! ঠাকুর কি তাই চেয়েছিলেন!?
সৎসঙ্গীদের সঙ্গে
হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি
ধর্মীয় মানুষদের সঙ্গে মৌলিক পার্থক্য কি?
No comments:
Post a Comment