"আদর্শকে ঘায়েল ক'রে চুক্তি রফায় বাঁধতে দল
যতই যাবি পড়বি ঘোরে হাতে হাতেই দেখবি ফল!"
বিরোধী মতাদর্শে অবস্থানকারী ও দীর্ঘ দিনের শত্রু তিন দল শিবসেনা, কংগ্রেস ও এন. সি. পি সরকার গঠনের লোভে আজ এক পতাকার তলায়। মহারাষ্ট্রের জনতা আজ দেখলো তাদের কোনও মূল্য আজ আর অবশিষ্ট নেই! চুক্তি রফা করার জন্য এই সমস্ত আদর্শহীন দল তাদের লোক দেখানো, জনতা ভুলানো আদর্শকে (?) সিংহাসন ও ক্ষমতা দখলের লোভে কত অনায়াসেই ঘায়েল করতে পারে! আর এই জনগণের কোনও মূল্য নেই! এই জনগণকেই নির্বাচন পূর্ব পরিস্থিতিতে কি ভয়ঙ্কর মিথ্যের ঘুলঘুলিতে ঘুরিয়ে দিয়ে কিভাবে তাদের সমর্থন আদায় ক'রে নিতে হয় আর নির্বাচন পরবর্তী ১৮০ডিগ্রি ঘুরে যেতে হয়, পাল্টি খেতে হয় তার নমুনা দেখিয়ে দিল তিন বিরোধী মতাদর্শে অবস্থানকারী দল শিবসেনা, এন. সি. পি এবং কংগ্রেস!
আজ আবার ঠাকুরের বাণী প্রমাণ হ'য়ে গেল!!!!
সাবাস! শিবসেনা, সাবাস! এন. সি. পি! সাবাস! কংগ্রেস!!!!!!!! ভাঁড় মে যায় দেশ, জনাদেশ! ভাঁড় মে যায় আদর্শ কিউ কি জনতা হাত কি ময়লা, নাক কি নস্য!
( লেখা ২৮শে নভেম্বর'২০১৯)
No comments:
Post a Comment