Powered By Blogger

Wednesday, November 6, 2024

কবিতা/গানঃ আগুন! ঝড়! জল!

বুকেতে আগুন জ্বলে চোখেতে জল ঝরে
বুকেতে আগুন জ্বলে চোখেতে জল ঝরে
মনেরি অতল তলেতে যে তোমারি ঝড় চলে!
চোখেতে জল ঝরে তোমারি ঝড় চলে!
বুকেতে আগুন জ্বলে চোখেতে জল ঝরে
মনেরি অতল তলেতে যে তোমারি ঝড় চলে!

তোমায় ভুলে আর যাবো না
রিপুর টানে মাতাল হ'য়ে পাগল হ'য়ে অন্ধকারে।
চরণতলে থাকবো পড়ে
চলনপুজায় মগ্ন থেকে শান্ত হ'য়ে আলোর সাগরে।
ভুলে চরণখানি হয়েছে চলনহানি ভেঙ্গেছে জীবন তরী।
আমার দয়াল প্রভু দাও গো স্থান চরনতলে;
মনেরি অতল তলেতে যে তোমারি ঝড় চলে!

তুমি দেখালে, দেখালে আলো ধ'রে জীবন খুঁজে পাওয়ার পথ
মন আঁধারে ডোবে যখন তুমি তখন রোশনি হ'য়ে চালাও রথ
জীবন হাসে ডগমগিয়ে আলোর ঝরণা ঝরে ঝর্ঝরিয়ে!
আমার দয়াল প্রভু দাও গো স্থান চরণতলে
মনেরি অতল তলেতে যে তোমারি ঝড় চলে!
চোখেতে জল ঝরে তোমারি ঝড় চলে!
বুকেতে আগুন জ্বলে চোখেতে জল ঝরে
মনেরি অতল তলেতে যে তোমারি ঝড় চলে!
বুকেতে আগুন জ্বলে
বুকেতে আগুন জ্বলে
মনেরি অতল তলে
মনেরি অতল তলেতে যে তোমারি ঝড় চলে!
( লেখা ৬ই নভেম্বর' ২০২১)
 ( SIKANDAR FILM/ গুলো মে রঙ্গ ভরে (UPBEAT VIRSION)

No comments:

Post a Comment