Powered By Blogger

Monday, November 18, 2024

বিচিত্রা ৪৫

J.N.U-এর সমর্থনে যাদবপুর কবে পথে নামবে? 
বিবেকানন্দের অপমানের বিরুদ্ধে দেশের সেরা 
শিক্ষা কেন্দ্রের ছাত্র প্রতিক্রিয়া কি?

ছাত্র তোমার ভাঙবে 
কবে ঘুম?
আন্দোলন নাকি অরাজকতার ধুম?
ছাত্র জীবন নষ্ট করার জন্য দায়ী কে?

J. N. U-র গরীব ছাত্রের আর্থিক অবস্থা 
দেশের আম জনতাকে জানাবে কি 
আন্দোলনকারীরা?

J.N.U-র গরীব ছাত্রদের Economic profile 
দেশের আম জনতাকে জানানো হ'ক।

দেশ রত্নদের অপমানের দায় কি কমিউনিষ্টরা নেবে? 
কমিউনিস্টদের বদনাম করার জন্যই J.N.U-তে 
বিবেকানন্দের অপমান? কি বলে কমিউনিস্টরা?

ভারতের কমিউনিস্টদের দেশ রত্নদের চেয়ে 
বিদেশী রত্ন কেন ভালো লাগে!?
দেশরত্নদের গায়ে আধ্যাত্মিকতার গন্ধ আছে তাই?
( ১৮ই নভেম্বর' ২০১৯)












No comments:

Post a Comment