Powered By Blogger

Tuesday, November 12, 2024

বিচিত্রা ৪০

একদিন অভাব ছিল টাকার;
টাকার অভাব মিটে গেল কিন্তু
স্বভাব জীবন করলো সাবাড়। 
( লেখা ১৩ই নভেম্বর'২০১৭)

দয়াল আছে যার জীবনে 
জীবন আছে সেই জীবনে,
হৃদয়ে প্রেম আসে তখনি
মনের আড়ালে বুকের গভীরে চুপিচুপি! 
বিবেক চিরদিনই ডেকে যাবে 
শয়নে স্বপনে জাগরণে নীরবে
শুনতে পাবে তখন একলা ঘরে যখন
দয়াল সাথে থাকবে তুমি!

আত্মপ্রতিষ্ঠার অন্ধ মোহে 
আজ ক্ষতবিক্ষত সবাই; 
সময় থাকতে শুধরে নিই নিজেকে 
দয়ালের চলন চুমি এসো বন্ধু, এসো ভাই।

এমন যার চোখ, এমন মন যার, 
মুখ যেমন তেমন
দ্যাখে বুড়া, সোচ বুড়া, বাত বদতমিজ এমন
পরিবেশে দুর্গন্ধে আকাশ-বাতাস গরম!!

চোখ দ্যাখে দোষ, মন খোঁজে দোষ, 
মুখ বলে খালি দোষের কথা!
বিবেক বলে, জীবন মাঝে আমি কোমাছন্ন; 
আমি মৃত সেথা!!
( লেখা ১৩ই নভেম্বর'২০১৯)






















No comments:

Post a Comment