Powered By Blogger

Thursday, November 28, 2024

বিচিত্রা ৫১


সুপ্রিম কোর্টের কাছে জিজ্ঞাস্যঃ
পুলিশ প্রশাসন বা বিচারপতির বিচারের ভুলে 
কিম্বা ইচ্ছাকৃতভাবে কারও জেল হ'লে 
তার বিচার কি? শুধুই ধমক?

গলায় ঝোলে ঠাকুর ফটো, 
মুখে চলে খিস্তি!
শরীর জুড়ে সাদার আবরণ, 
করতে চাও মাতকিস্তি!?

ধ্বংস অনিবার্য!
এই ধ্বংসের হাত থেকে 
মানবজাতিকে রক্ষা করে 
বিশ্বজুড়ে জীবন্ত ঈশ্বর ও তাঁর দর্শন ছাড়া 
এমন বাপের বেটা বা নিখুঁত দর্শন কেউ বা কিছু নেই।
হে অহংকারী মানব! সাবধান!!

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র হ'লেন সর্বশ্রেষ্ঠ আদর্শ!
তাঁকে গ্রহণ করা মানে তাঁর আদর্শকে গ্রহণ করা।
তাঁর প্রদত্ত প্রেস্ক্রিপশানকে চরিত্রায়ন করা।
নতুবা সব ভণ্ডামি, বকোয়াস।

আমার শেষ ইচ্ছা কি?
দিনের শেষে অন্যায়-ন্যায় কাজে 
হয় কার জয়, কার ক্ষয় তা দেখা।
জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা ক'রে 
নিজের সঙ্গে নিজে মুখোমুখি হ'তে চাই।

ঈশ্বরের শেষ ইচ্ছা কি?
তাঁর সৃষ্টিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা।

পরমপিতা ঈশ্বরের কাছে কিছু পাইনি, 
কিছু চাইও না; শুধু চাই মধুরেন সমাপয়েৎ 
অর্থাৎ ইষ্টরত সক্রিয় সুন্দর মৃত্যু!
( ২৮শে নভেম্বর'২০২০)


























No comments:

Post a Comment