একদিন মুখোশ খসে পড়বেই!
মুখ আর মুখোশের দ্বন্ধে নিশ্চিত
উলঙ্গ তুমি হবেই হবে!
মুখ আর মুখোশের দ্বন্ধে নিশ্চিত
উলঙ্গ তুমি হবেই হবে!
একে মিনমিন, দুইয়ে পাঠ,
তিনে গন্ডগোল, চারে হাট!
হাট বসার আগেই ঠাকুরের বিচারেগন্ডগোলে কুপোকাৎ!!
কেষ্ট দাসেরা ফিরে ফিরে আসে ভাই!
ঠাকুরের দরবারে দলবাজির জায়গা নাই!!এটাই নির্ম্মম সত্য!
পৃথিবীর পবিত্র মাটির জমিদারী কার হাতে?
শ্রীশ্রীঠাকুরের হাতে নাকি সৎসঙ্গী নামধারী কিছু উজবুকের হাতে!?
'সৎসঙ্গ' কি জায়গা দলবাজির?
নাকি কিছু তোষামোদকারী'হাঁ জী! হাঁ জী'-র!?
সময় থাকতে সত্যকে ভয় পাও,
সত্যের কাছে মাথা নত করো!
সত্যই জেনো শ্রীশ্রীঠাকুর স্বয়ং,
সত্যকে আঁকড়ে ধরো!!
নচেৎ সত্য কিন্ত দয়াল সাথে ভয়াল!সাবাসী জানাই তোমার বুকের পাটাকে,
জানাই সেলাম তোমার সাহসকে!
হিম্মৎ তোমার আছে বন্ধু শয়তানকে নিয়ে বুকে
ঠাকুরকে চ্যালেঞ্জ জানাতে!
বক্তা চাই না, ভক্ত চাই।
মরতে চাই না, বাঁচতে চাই।চরিত্র নাই ঠাকুর নিয়ে শুধুই কথার হাই!
ঠাকুর সবার আয়ের উপকরণ তাই!!
( লেখা ২৯শে নভেম্বর'২০১৯)
No comments:
Post a Comment