Powered By Blogger

Friday, November 15, 2024

গানঃ ভাদ্র মাসের এই পূণ্য দিনে।

ভাদ্র মাসের এই পূণ্য দিনে
আমরা এসেছি সবাই মিলে।
গাই তব গান হে পরমপিতা
তোমার আশীষ দানে।

তোমার চরণতলে মন সঁপেছি
চলন পূজায় প্রাণ গড়েছি।
চরণতলে মন সঁপেছি
চলন পূজায় প্রাণ গড়েছি।
তোমার চলা, তোমার বলা
মালা গেঁথে (আমি) গলে পড়েছি।
ভাদ্র মাসের এই পূণ্য দিনে
আমরা এসেছি সবাই মিলে।
গাই তব গান হে পরমপিতা
তোমার আশীষ দানে।

তোমার পদ্মপাতা করতলে
জীবন আমার দিলাম তুলে,
পদ্মপাতা করতলে
জীবন আমার দিলাম তুলে,
ফুল হ'য়ে পড়বো ঝ'রে
তোমার চরণ কমল তলে।
ভাদ্র মাসের এই পূণ্য দিনে
আমরা এসেছি সবাই মিলে।
গাই তব গান হে পরমপিতা
তোমার আশীষ দানে।

হৃদ মাঝারে রাখবো তোমায়
যতন ক'রে রাখবো মাথায়
দেবো না ছেড়ে আর তোমারে।
পুজিব তোমায় অন্তরে অন্তরে।।

ভাদ্র মাসের এই পূণ্য দিনে
আমরা এসেছি সবাই মিলে।
গাই তব গান হে পরমপিতা
তোমার আশীষ দানে।
( লেখা ২৫শে আগশট'২০২৪)

No comments:

Post a Comment