Powered By Blogger

Monday, November 4, 2024

উপলব্ধিঃ আমাদের দেখাটা সম্পূর্ণ নয়।

উপরের চাকচিক্য দেখেই সব কিছু বিচার করা যায় না।
যেমন, চকচক করলেই সোনা হয় না। 
উপরের চাকচিক্য দেখেই যদি বিচার করা হয় সে ভালো আছে আর তাহ'লে বুঝতে হবে এটা হতাশার স্বাভাবিক বহির্প্রকাশ।
 
কর্মফল আমাদের সকলকেই ভোগ করতেই হবে আর তা আজ কিংবা কাল এই জন্মেই। প্রয়োজনে carry forward হ'য়ে যাবে তা পরজন্মে তা আমরা যে রূপেই পরজন্মে আসি না কেন। 

অনেকের প্রোফাইল দেখে মনে হয় সে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের লাভার কিন্তু দীক্ষিত কিনা জানি না। দীক্ষিত হ'লেও তাঁর প্রতি সৎসঙ্গীদের বিশ্বাস, ভরসা ও নির্ভরতা নেই। আর নেই বলেই তাঁর লাভার বা দীক্ষিত হ'য়েও মানসিকভাবে বিপর্যস্ত। যেমন বিপর্যস্ত আমরা দুঃখ কষ্ট ও সমস্যায় জর্জরিত সৎসঙ্গীরা।
আমই যদি শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের লাভার বা দীক্ষিত হ'য়ে বিপর্যস্ত হ'ই তাহ'লে যারা লাভার বা দীক্ষিত নন তারা দুঃখে, কষ্টে, সমস্যায় বিপর্যস্ত হবে এ আর আশ্চর্য কি?

আবার বলছি, আজ না হয় কাল আমাদের কর্মফল ভোগ করতে হবেই। আজ যদি কাউকে ভালো আছে ব'লে মনে হচ্ছে সেটাও তার কর্মফল। ভাঙ্গিয়ে খাচ্ছে এখন। গত জন্মের কিংবা প্রথম জীবনের কর্মফলের ব্যাঙ্কে জমানো সুফল শেষ হ'লে এই জীবনের ও বর্তমানে যদি কিছু কুফল থাকে তা' জমা থাকছে ভবিষ্যতের জন্য। তা' এই জীবনে ভোগ করতে তো হবেই আবার পরবর্তী জীবনে তা' Carry forward হ'য়ে যাবে যদি এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে বাকী কিছু থাকে। শুধু সেদিনের অপেক্ষা, শেষের সেদিন ভয়ংকর।

পুরুষোত্তম পরমপিতা শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র বললেন, "তুমি যা করছো বা ক'রে রেখেছো ভগবান তাই-ই গ্রাহ্য করবেন আর সেগুলির ফলও পাবে ঠিক তেমনি। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না।" 
শুধু সময়ের অপেক্ষা। সময় সবসে বড়া বলবান। বিজ্ঞানী নিউটনের তৃতীয় সূত্রও অর্থাৎ বিজ্ঞানও তাই বলে। "Every action has opposite and equal reaction." 
এ আমার, আপনার ও সবার জন্য প্রযোজ্য। সেইজন্য এসব নিয়ে ভাবার দরকার নেই। ভেবে ভেবে হতাশাগ্রস্থ ও অবসাদের শিকার হ'তে নেই।
যাই হ'ক, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আর, কর্মফল ভোগ দেখতে চাওয়াও আর একধরণের পাপ। সেই চাওয়ারও কর্মফল ভোগ আছে।

No comments:

Post a Comment