তারেই মারতে চাও ডুবিয়ে!?
আসবে সেদিন যেদিন ঘোর আঁধারে
আসবে সেদিন যেদিন ঘোর আঁধারে
তুমি নিশ্চিত যাবে হারিয়ে!
ভাঙার জাল শুধু বুনলে তুমি
গড়লে না কিছুই জীবনে!
ভাঙার কারিগর হ'লে শেষে বন্ধু
প্রভুর চোখে চোখ রাখো কেমনে!?( লেখা ২৫শে নভেম্বর'২০১৯)
আর এছাড়া আমার নিকট ও দূরের জনদের
নিজের জাগতিক বাপকে
যে চিনতে পারে নি বা পারে না
সে এই মহাজাগতিক সৃষ্টির যে বাপ,
পরমবাপ অর্থাৎ সৃষ্টিকর্তা
তাঁকে চিনবে কেমন ক'রে!?.
ঈশ্বরের কি কোনও ভুল আছে ?
(লেখা ২৫শে নভেম্বর;২০২০)
(লেখা ২৫শে নভেম্বর;২০২০)
সৃষ্টিকর্তা কাউকেও অ-সুখ গুঁজে দেননি।
সুখ ও অ-সুখ সবটাই
আমি যা করেছি ও করছি তার ফল।
আমার করা অনুযায়ী আমার ফল লাভ হয়।
যদি সৃষ্টিকর্তা ব'লে কিছু বা কেউ থেকে থাকেন
তাহ'লে আমার যাবতীয় করাকে তিনি গ্রাহ্য করেন
আর সেই অনুযায়ী আমার সুখ ও অ-সুখ লাভ হয়।
আমার সব সুখের পিছনে তাঁর দয়া আছে
আর সব অ-সুখের পিছনে আমার করায় ত্রুটি আছে।
এছাড়া অন্যের কারণেও অ-সুখ হয়।আর এছাড়া আমার নিকট ও দূরের জনদের
সচেতন ক'রে তোলার প্রতি অবহেলা
আমার অন্যতম অ-সুখের কারণ।
হে দয়াল! তুমি মানুষ ভিক্ষা চেয়েছিলে?
ভিক্ষা চেয়েছিলে আমাদেরই প্রাণের জন্য, আমাদেরই প্রাণভিক্ষায়,
আমাদেরই সত্তার সম্বর্দ্ধনার জন্য
ব্যাকুল হয়ে ইতস্ততঃ ঘুরে বেড়িয়ে;
'কে আছ এমন দরদী আর্য্য-আত্মজ সন্তান!
--আমাকে মানুষ ভিক্ষা দেবে?' ব'লে
আমাদের দ্বারে দ্বারে নতজানু হ'য়ে।
আর আমরা?
তোমার ভক্ত সেজে
আর আমরা?
তোমার ভক্ত সেজে
আমার গায়ে আঁচ না লাগে
ফুরিয়ে যাবে মামলা মানসিকতায়
মুখ ঘুরিয়ে আছি!
( লেখা ২৫শে নভেম্বর'২০২৩)
No comments:
Post a Comment