আমাকেই একমাত্র স্মরণ করো।
ইশ্বর ছাড়া কেউ বন্ধু নয়। জীবনে প্রকৃত বন্ধু পেতে গেলে নিজেকে প্রকৃত হ'য়ে উঠতে হয়। ঈশ্বরের স্পর্শ ছাড়া, সান্নিধ্য ছাড়া প্রকৃত হ'য়ে ওঠার দ্বিতীয় কোনও পথ নেই। আর মানুষ যখন প্রকৃত মানুষ হ'য়ে ওঠে না তখন কেউ কারও নয়। না আমি কারও, না কেউ আমার। ইশ্বর মানে জীবন্ত ইশ্বর! রক্তমাংসসংকুল আমান ইশ্বর! এ ছাড়া ঈশ্বর ব'লে কেউ নেই, কিছু নেই। আমার ইশ্বরঃ প্রভু রাম, কৃষ্ণ, বুদ্ধ, যীশু, হজরত মহম্মদ, মহাপ্রভু, রামকৃষ্ণ সর্বশেষ শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র। তাঁরা বিভিন্ন ভাবে সেই একই কথা বারেবারে ব'লে গেছেন, "মামেকং শরণং ব্রজ" যারউপলব্ধি অর্থ, আমাকেই একমাত্র স্মরণ করো।
আমার জন্য আছেন প্রভু,প্রভুর জন্য কি আমি?
একথা কি ভেবেছি কভু
প্রভু আমার জীবন স্বামী!?
(লেখা ১৮ই নভেম্বর/২০১৭)
No comments:
Post a Comment