Powered By Blogger

Wednesday, November 20, 2024

বিচিত্রা ৪৭

জীবন জুড়ে জীবনেশ্বর যদি না থাকে জবনে
তাহ'লে স্বামীর প্রতি স্ত্রীর, স্ত্রীর প্রতি স্বামী
পিতামাতার প্রতি সন্তানের, সন্তানের প্রতি
পিতামাতার টান গজায় কেমনে?

জীবন্ত ঈশ্বর হ'লেন যে কোনও 
সম্পর্কের মাঝে সিমেন্ট স্বরুপ! 
তাঁর জীবন্ত উপস্থিতি জীবনকে 
ক'রে তোলে অপরূপ!!

মানো আর না মানো দুই ইটের মাঝে যদি 
না থাকে সিমেন্ট, থাকে না ইট জোড়া, 
তেমনি দুই জীবন মাঝে যদি না থাকে 
জীবনেশ্বর, জীবন জেনো মরা।
( লেখা ২০শে নভেম্বর' ২০১৭)

ঠিক পথ তো চিনি না
আর যেটা চিনতাম সেটাও 
ঘুরপথ, ভুলপথ।
তাই মন বলে,
তুমি আছো তাই আমি আছি, আমি থাকি।
তুমি নাই, আমিও তাই নাই। 

তুমি সত্য, তুমিই সৎ
তুমিহীন যা কিছু, যে জীবন
সব মিথ্যা, সব অসৎ। 
( লেখা ২০শে নভেম্বর' ২০১৮)

বেইমান- অকৃতজ্ঞকে কি ক্ষমা করা যায়!?
হে ঈশ্বর! তুমি আছো, আমি জানি তাই!!
( লেখা ২০শে নভেম্বর' ২০১৯)

মতবাদ মানুষের বেঁচে থাকা ও বেড়ে ওঠার 
পথপ্রদর্শকের কাজ করে। 
তাহ'লে মতবাদে মতবাদে 
এত বিরোধ ও বিদ্বেষ কেন!? 
কেন এত জীবন হানি!?

সত্যিই কি ঠাকুরের স্বপ্ন সফল হবে কোওদিন!?
সত্যিই কি সত্যযুগ ব'লে কিছু আছে!?
আর থাকলেও কলিযুগ শেষে!
অর্থাৎ সৃষ্টির লয় অনিবার্য!!!
( লেখা ২০শে নভেম্বর' ২০২১)













No comments:

Post a Comment