রিপাব্লিক ভারত চ্যানেলের চীফ এডিটর অর্ণব গোস্বামীর জামানতের জন্য আদালতের রায়ের অপেক্ষায় গোটা ভারত। কিন্তু মনে কয়েকটা প্রশ্ন জাগেঃ
*যেখানে অর্ণব গোস্বামীর গ্রেপ্তারই অবৈধ ও অন্যায়, যেখানে আদালতের রায়ে বন্ধ হ'য়ে যাওয়া কেস রিওপেনের নিয়ম না মেনেই পুলিশ ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার করে অর্ণব গোস্বামীকে এবং এই অন্যায় গ্রেপ্তার যেখানে আদালত ঘোর অন্যায়, অবৈধ ও উদ্দেশ্য প্রণোদিত ব'লে স্বীকৃতি দিয়েছে সেখানে সেই নিরপরাধ অর্ণব গোস্বামীকে সরাসরি মুক্তি দিল না কেন আদালত!?
*কেন অর্ণব গোস্বামীকে ১৪দিনের জেল কাস্টডিতে পাঠাল আদালত!?
*কেন আদালত সত্য জানা সত্ত্বেও এবং এই বিষয়ে তার মতামত দেওয়া সত্ত্বেও নিরপরাধ ব্যক্তিকে আদালতের কাছে জামিনের আবেদন করতে হবে!?
*কেন জামিন ছাড়াই নিরপরাধ ব্যক্তিকে সস্মমানে মুক্তি দেওয়া হবে না!?
*কেন অন্যায়কারীর বিরুদ্ধে তার অন্যায় কাজের জন্য কঠিন শাস্তি গ্রহণ করা হবে না এই বিষয় জানিয়ে শো কজ করা হ'লো না বা হবে না!?
*এ কি রকম আইন ব্যবস্থা!? এ কি রকম বিচার!?
*সরাসরি মুক্তি বা জামিন না দেওয়া এবং জেল কাস্টডিতে রাখার সপক্ষে যুক্তি কি!?
*এই সমস্ত আইন ব্যবস্থা কি ব্রিটিশের সময়ের আইন ব্যবস্থা!?
*আইন ব্যবস্থা কি নাবালক?
* যদি তাই হয় তবে কবে বিচারব্যবস্থা সংস্কার হ'য়ে সাবালক হবে!?
এই বিষয়ে কেউ কি যিনি আইন বিষয়ে অভিজ্ঞ আমায় বিস্তারিত জানাবেন? বিস্তারিত আলোচনা করার জন্য আইন বিষয়ে অভিজ্ঞ বন্ধুদের আহ্বান জানাই। অপেক্ষায় রইলাম। ( লেখা ৭ই নভেম্বর'২০২০)
No comments:
Post a Comment