Powered By Blogger

Saturday, November 16, 2024

বিচিত্রা ৪৪

১) আবেগ ভালো আবেগে ভেসে যাওয়া ভালো নয়।

২) সরল হওয়া ভালো কিন্তু সব বিষয়কে সরলীকরণ করা ভালো না।

৩) সাহস ভালো দুঃসাহস ভালো না।

৪) নারী হ'ন আর পুরুষ হ'ন বাস্তব অবস্থা অস্বীকার করা মূর্খামি।

৫) আপনি নারী এই বাস্তব সত্য অস্বীকার করা আর জেনে শুনে বিষ পান করা সমার্থক।

৬) বিপদে পড়লে মানুষ যতই ছুটে আসুক আর না আসুক বিপদে পড়ার জন্য আপনার নিজের অসচেতনতা, অসতর্কতা, অজ্ঞানতা প্রথমে দায়ী।
৭) আপনার ক্ষতি হ'লে আপনার; অন্যের বা কারও ক্ষতি 
নয়, এটা নির্ম্মম অপ্রিয় সত্য। বড়জোর প্রিয়জন দু'ফোটা চোখের জল ফেলবে। তারপর সব ভুলে যাবে।

৮) যে নিজেকে রক্ষা করতে ও নিরাপদে রাখতে জানে না সে অন্যের দায়িত্ব নেওয়ার পক্ষে অনুপযুক্ত ও অযোগ্য, অদক্ষ।

৯) নিখুঁত সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা ইউটোপিয়া। ভাবা বা আশা করা বেকুবি বা মুর্খামি।

১০) যে নিজের অস্তিত্বকে ভালোবাসে না সে কোনও অস্তিত্বের পরিপূরক নয়। ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।

এখানেই ইতি টানলাম। ভালো লাগতেও পারে, নাও পারে। জ্ঞান বা বকোয়াস মনে হ'তে পারে। গ্রহণ বর্জন ব্যক্তিগত।
( লেখা ১৭ই নভেম্বর'২০২৩)

No comments:

Post a Comment