নিজের হীন স্বার্থকে পরিপুষ্ট ক'রো না;
জীবনে বাঁচা-বাড়া রুদ্ধ হবে না।
মানুষকে ভুল বিশ্লেষণে
মানুষকে ভুল বিশ্লেষণে
সাময়িক আনন্দ লাভ হ'তে পারে
কিন্তু দয়াল রাজ্যে অগ্রগতির সম্ভাবনা
চিরতরে লুপ্ত হ'য়ে যায়।
মানুষকে ভালোবাসার মত আনন্দ
আর কিছুতে নেই,
আনন্দ পেতে হ'লে
ভালো বাসায় বাস করো।
মনকে সংযত করো,
প্রাণকে প্রাণময়ের সাথে যুক্ত করো,হৃদয় শান্ত হবে। দয়াল তোমার সহায় হবে।
(লেখা ১৪ইনভেম্বর'২০১৯)
আধ্যাত্মিক জগতের মুনি, ঋষি,
অমুকবাবা, তমুকবাবা, বাল-বুড়ো ব্রহ্মচারী
যে কেউ সে যতবড় সাধন জগতের মানুষ
হ'ক না কেন তাঁরা কি ঈশ্বর!?
রাম, কৃষ্ণ, বুদ্ধ, যীশু, মহম্মদ, মহাপ্রভু,
রাম, কৃষ্ণ, বুদ্ধ, যীশু, মহম্মদ, মহাপ্রভু,
রামকৃষ্ণ ও শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
একমাত্র জীবন্ত ঈশ্বর।
বাকীরা সাধক বা ভক্ত।
(লেখা ১৪ইনভেম্বর'২০২১)
No comments:
Post a Comment