Powered By Blogger

Monday, November 18, 2024

বিচিত্রা ৪৬

আমার জন্য আছেন প্রভু,
প্রভুর জন্য কি আমি?
একথা কি ভেবেছি কভু
প্রভু আমার জীবন স্বামী!?

প্রণাম ক'রে প্রণামী দেওয়া
নয় ঘুষ, নয় কিন্তু ক্যাসিনো;
মোটা টাকা প্রণামী দিলেই মুক্তি 
তা' নয় বন্ধু এ কথা কিন্তু জেনো।

টাকার বান্ডিল আর প্রণামী
নয় সমার্থক!
টাকা উড়িয়ে, টাকা ছিটিয়ে 
জীবন্ত ঈশ্বর পূজা হয় না সার্থক!!

টাকার বান্ডিল ছুঁড়ে দিয়ে
আমি হলাম ইষ্টনিষ্ঠ!
টাকা দিয়ে তাঁরে যায় না বাঁধা 
বুঝলি না পাপিষ্ঠ!!??

টাকার অহংকারে চাস বুঝি তুই 
প্রভুকে বেঁধে রাখতে!? 
প্রভু কি আমার বাপের গোলাম 
বাঁধা আছে আমার গোয়ালে 
ফাই ফরমাশ খাটতে!!??

প্রণাম ক'রে প্রণামী দেওয়া
নয় ঘুষ, নয় কিন্তু ক্যাসিনো;
মোটা টাকা প্রণামী দিলেই মুক্তি 
তা' নয় বন্ধু এ কথা কিন্তু জেনো।

'সৎসঙ্গ' কিন্তু নয় আখড়া বাজি, 
নয় বটতলার আড্ডা।
'সৎসঙ্গ' জেনো স্কুল আর হয় সেথায় স্কুলিং;
মানো, নইলে সামনে গাড্ডা।
( লেখা ১৯শে নভেম্বর'২০১৯)

তুমি কোথায় প্রভু?
আমি আছি আঁধারে।
হাত ধ'রে আমায় নিয়ে চলো প্রভু
প্রাণ যায়, প্রায় যায় যে জ্বলে।

হে দয়াল! কি করবো ব'লে দাও।
কি ক'রে বন্ধ হবে দেশ জুড়ে এই হাঁউ মাউ কাঁউ!!
রামায়ণ-মহাভারত কি যুগে যুগে অনিবার্য!?
সৎসঙ্গী বন্ধু আমার, তোমরা কি তা' চাও?

অন্যের বিপদে বন্ধু আনন্দে মশগুল?
বিপদকে তুমি আনছো ডেকে 
ফোটাতে তোমায় হুল!!

নিজের ঘরকে হরিহরের গোয়াল ঘরে 
পরিণত ক'রো না।
নচেৎ মা অন্নপূর্ণার মত শ্রীশ্রীঠাকুর 
ঘর ছেড়ে বেরিয়ে যাবে!
সাবধান হও।
( লেখা ১৯শে নভেম্বর' ২০১৯)

আগামী স্বর্ণযুগ আসছে যেখানে 
প্রকৃত সৎসঙ্গীদের পরিবারে 
অকাল মৃত্যু, স্বল্পায়ু, রোগ, শোক, 
গ্রহদোষ, বুদ্ধি বিপর্যয় আর দারিদ্রতা 
ব'লে কিছু থাকবে না।

কর্ম আছে চিন্তা ও পথ অসৎ
অসৎ-এর যম হয় অসৎ।
( লেখা ১৯শে নভেম্বর'২০২২)










No comments:

Post a Comment