মানুষকে তুমি আনন্দ দাও।
If you want to get happiness,
you give happiness to people.
you give happiness to people.
( ৩০শে নভেম্বর'২০২৩)
পৃথিবীতে এমন কোনও বিখ্যাত মহাপুরুষ আছেন
যার নামে কুৎসা ও মিথ্যে কলঙ্ক নেই?
যার চরিত্র হনন হয়নি?
( লেখা ৩০শে ডিসেম্বর'২০২২)
কোনটা বেশী লজ্জার?
কোনটা বেশী কালো দিক?
বলাৎকার-হত্যা নাকি ক্ষমতাসীন নারীর চুপ থাকা।
বলাৎকার-হত্যা নাকি ক্ষমতাসীন নারীর চুপ থাকা।
রাজ্যে রাজ্যে নারী ক্ষমতায় আসীন,
দেশের শাসন ব্যবস্থায় অগুনতি রাগী নারীর মুখ!
তথাপি প্রিয়াঙ্কা রেড্ডিদের বেলায় নীরব!! কেন!?
দেশের যেখানেই নারীর ওপর অত্যাচার-বলাৎকার হয়
কেন চুপ ক'রে থাকে দেশের ক্ষমতাসীন নারী নেতৃত্ব!?
ডাঃ প্রিয়াঙ্কা রেড্ডির অপমানজনক নির্ম্মম মৃত্যুতে
দেশের তামাম রাগী নারী নেতৃত্ব
আজও বরাবরের মত চুপ কেন!?
মাঠে-ময়দানে, বিধানসভা-লোকসভায়
ঝড় তোলা দেশের সব দলের বলিষ্ঠ নারী নেত্রীবৃন্দ
নারীদের ওপর পুরুষের নারকীয় অত্যাচারে নীরব কেন!?
তখন দেশের বুকে আগুনের ঝড় তোলা
সবদলের নারী নেত্রীরা চুপ ক'রে থাকে কেন!?
( লেখা ৩০শে নভেম্বর'২০১৯)
বাঁচিতে চাহি না আমি এই কুৎসিত ভূবনে
দানবের মাঝে আমি আর বাঁচিবারে না চাই।
প্রভু বিনতি আমার, শয়নে স্বপনে জাগরণে
শুধু তোমারেই যেন দেখিতে পাই।
( লেখা ৩০শে নভেম্বর' ২০১২)
No comments:
Post a Comment