Powered By Blogger

Friday, November 29, 2024

বিচিত্রা ৫৩

আনন্দ যদি পেতে চাও 
মানুষকে তুমি আনন্দ দাও।
If you want to get happiness,
you give happiness to people.
( ৩০শে নভেম্বর'২০২৩)

পৃথিবীতে এমন কোনও বিখ্যাত মহাপুরুষ আছেন 
যার নামে কুৎসা ও মিথ্যে কলঙ্ক নেই? 
যার চরিত্র হনন হয়নি?
( লেখা ৩০শে ডিসেম্বর'২০২২)

কোনটা বেশী অপমানের? 
কোনটা বেশী লজ্জার? 
কোনটা বেশী কালো দিক?
বলাৎকার-হত্যা নাকি ক্ষমতাসীন নারীর চুপ থাকা।

রাজ্যে রাজ্যে নারী ক্ষমতায় আসীন, 
দেশের শাসন ব্যবস্থায় অগুনতি রাগী নারীর মুখ! 
তথাপি প্রিয়াঙ্কা রেড্ডিদের বেলায় নীরব!! কেন!?

দেশের যেখানেই নারীর ওপর অত্যাচার-বলাৎকার হয় 
কেন চুপ ক'রে থাকে দেশের ক্ষমতাসীন নারী নেতৃত্ব!?

ডাঃ প্রিয়াঙ্কা রেড্ডির অপমানজনক নির্ম্মম মৃত্যুতে 
দেশের তামাম রাগী নারী নেতৃত্ব 
আজও বরাবরের মত চুপ কেন!?

মাঠে-ময়দানে, বিধানসভা-লোকসভায় 
ঝড় তোলা দেশের সব দলের বলিষ্ঠ নারী নেত্রীবৃন্দ 
নারীদের ওপর পুরুষের নারকীয় অত্যাচারে নীরব কেন!?


দেশে যখনই কোথাও নারী নির্যাতন হয় 
তখন দেশের বুকে আগুনের ঝড় তোলা 
সবদলের নারী নেত্রীরা চুপ ক'রে থাকে কেন!?
( লেখা ৩০শে নভেম্বর'২০১৯)

বাঁচিতে চাহি না আমি এই কুৎসিত ভূবনে
দানবের মাঝে আমি আর বাঁচিবারে না চাই।
প্রভু বিনতি আমার, শয়নে স্বপনে জাগরণে 
শুধু তোমারেই যেন দেখিতে পাই।
( লেখা ৩০শে নভেম্বর' ২০১২)










No comments:

Post a Comment