এটাই একমাত্র সত্য যে, ঈশ্বর ছাড়া প্রকৃতপক্ষে আমাদের অসহায় গরীব দুঃখী মানুষদের রক্ষা করবার কেউ নেই। তাই ঈশ্বরের ওপর নির্ভর ক'রে থাকাটাই বাঁচার ও বেড়ে ওঠার এবং সমস্যা সমাধানের এক ও একমাত্র নির্ভরযোগ্য বিশ্বস্ত পথ।
অর্থহীন কথা বলা পাগলের প্রলাপ,অকৃতজ্ঞ বেইমান করে কথার খেলাপ।
সৃষ্টি মাত্রেই ক্ষয় আছে লয় আছে, আছে সুখ দুঃখ। দয়াল আমার পরমপিতা পায় ব্যথা ক'রো না এমন কাজ কখনো। দেখবে তাঁর দয়ায় শরীরে মনে শত ক্ষয় মাঝেও হবে না কোনও ক্ষতি, পাবে না কখনো কোনও ভয়। আর লয়? জেনো লয় হবে আনন্দময়!
যদি হৃদমাঝারে থাকে দয়াল তবে সুখের বর্ম দিয়ে ঘেরা থাকে সে হৃদয় আর শত দুঃখবোমাও ভাঙতে পারে না সে সুখের কঠিন দেওয়াল!
No comments:
Post a Comment