Powered By Blogger

Saturday, November 16, 2024

বিচিত্রা ৪৩

যেমন সঙ্গ তেমন ভাব,
যেমন ভাব তেমন লাভ!
লাভের কড়ি গুনতে গিয়ে 
দেখলে সব অচল কড়ি,
শুধুই হাব, শুধুই গাব!!

ছাত্র, যুব, কৃষক, শ্রমিক
ব'নছো মোহড়া, নেতা ব'নছে ধনিক!
রাজনীতির জাঁতাকলে হ'চ্ছ পিষ্ট,
নেত্রী হ'চ্ছে বণিক!!
(লেখা ১৭ই নভেম্বর' ২০১৭)

If you must open your mouth, 
open your mouth about all injustice; 
if it really becomes the cause of destruction of 
society, civilization, culture and creation. 
Otherwise it makes no sense to heat the environment for no reason.

আপনি যদি আপনার মুখ খুলবেনই, তবে,
সমস্ত অন্যায় সম্পর্কে আপনার মুখ খুলুন; 
যদি তা সত্যিই সমাজ, সভ্যতা, সংস্কৃতি ও সৃষ্টির 
ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। 
অন্যথায় বিনা কারণে পরিবেশ 
গরম করার কোনো মানে হয় না।

Magnifying a small issue is like 
blowing a cat's butt and making a tiger. 
This bad practice is a curse for 
future generations or posterity. 
O mankind, beware. 
Terrible is the day of your 
end and your successors.

একটি ছোট বিষয় বড় করা 
একটি বিড়ালের নিতম্বে ফুঁ দিয়ে 
একটি বাঘ বানানোর মত। 
এই কুপ্রথা ভবিষ্যৎ প্রজন্ম বা পরবর্তী 
প্রজন্মের জন্য অভিশাপ। 
হে মানবজাতি, সাবধান। 
আপনার এবং আপনার উত্তরসূরিদের 
শেষ দিন ভয়ঙ্কর।
( লেখা ১৭ই নভেম্বর'২০২৩)

অবাক! সৎসঙ্গী অবাক!!
পর্ণ ছবি, ভিডিও ও বিভিন্ন পর্ণ প্রোফাইলের অ্যাড আর শ্রীশ্রীঠাকুরের ও সৎসঙ্গ অনুষ্ঠানের ছবি একই প্রোফাইলে!?!?!? সেই প্রোফাইল যার সে সৎসঙ্গী!? আর সেই প্রোফাইলে আমার বহু সাধারণ ও প্রতিষ্ঠিত সৎসঙ্গী ফলোয়ার কিংবা বন্ধু!?!?!?
আমরা সৎসঙ্গী!?
( লেখা ১৭ই নভেম্বর'২০২৩)



No comments:

Post a Comment