Powered By Blogger

Wednesday, November 6, 2024

বিচিত্রাঃ ৩৭

'সৎসঙ্গ' বাগিচায় মালি আমি ভাই
বাবু সেজে বাবুয়ানী করি না সেথায়!
মালি খালি চেয়ে থাকে কবে ফুল হবে
বাবু খালি ভাবে বসে, কবে ফল খাবে!!

কোনও জাতিকে হত্যা ক'রে শেষ করা যায় না বা জয় করা যায় না তা সে যত বড় পরাক্রমী শাসক বা দেশ হ'ক না কেন যদি তার মধ্যে জমাট ক্ষীরের মতো জ্ঞান চর্চার উগ্র ক্ষিধে থাকে।
উদাহরণঃ ইহুদী জাতি।
কোনও জাতিকে জয় করা যায় একমাত্র প্রেম ভালোবাসা দিয়ে। নতুবা নয়। আক্রমণকারীর ধ্বংস অনিবার্য।


"মহাশক্তি ঘুমায় তোর হৃদয়ে তুই কেন রে মরার মতো।"এ কথা মনুষ্যজাতীর জন্য। বিশ্বের যে প্রান্তে যে মানুষের মধ্যে এই মহাশক্তি জেগে উঠবে তাকে কেউই কোনওদিনই কোনও অপশক্তি দাবিয়ে রাখতে পারবে না। এটাই সৃষ্টিকর্তা বা বিধির বিধান। শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন দর্শন।
( লেখা ৬ই নভেম্বর' ২০২৩)

দিনের বার্তাঃযে কোন সম্পর্কই নষ্ট হয়
পরস্পর পরস্পরের প্রতি অবিশ্বাস থেকে।

পরম প্রেমময়ের পতাকার তলায় চরম হিংসার জীবন!?
দয়াল যখন ভয়াল হবেন কি করবো তখন!?

হে দয়াল! দিনের শেষে জমার খাতা শূন্য!?শুধু কুৎসা, নিন্দা, গালাগালিতে পরিপূর্ণ!?

এবার বিদায় দাও দয়াল ঘুরে আসি!হাসি হাসি পড়বো ফাঁসি নয়ন জলে ভাসি!!

হে দয়াল! বিচার ক'রো।যদি ভুল ক'রে থাকি, ক'রে থাকি কোনও দোষ
তবে ক'রো বিচার।
আমি অপেক্ষায় আছি ক'রো বিচার।

হে দয়াল! দিনের শেষে কি পেলাম?শুধু দলাদলি আর গালাগালি ভরা
ঘোর অন্ধকার রাত ভয়াল!?
( লেখা ৬ই নভেম্বর'২০১৯)

সৎসঙ্গী মানে ঈশ্বরের সঙ্গী, দয়াল প্রভুর সঙ্গী।
সাবধান! দয়াল আহত হন, আঘাত পান, ব্যথা পান
এমন কাজ ক'রো না।

যে পরিবেশে থাকলে পরে নষ্ট হয় স্কীল সেট
সেখানে হাজার লাভ হোলেও থেকো না,
থাকলে পরে ফেড হবে ফেট।
( লেখা ৬ই নভেম্বর'২০১৮)






















No comments:

Post a Comment