Powered By Blogger

Tuesday, March 21, 2023

কবিতাঃ সৎসঙ্গীদের প্রতি।

ভয় কি তোর ভাইরাসে করোনার!?
করোনা নামক দৈত্যটিকে 
নাম আগুনে জ্বালিয়ে মার, পুড়িয়ে মার।
মহাশক্তি ঘুমায় তোর হৃদয়ে 
তুই কেনরে ভয়ে মরিস! 
করোনা নামক মৃত্যুদূতে 
নাম আগুনে পুড়িয়ে মারিস।
রাস্বা নামে জয়গুরু ব'লে দে না ঝাঁপ!
করোনার মরণ দুয়ারে পড়বে ঝাঁপ!!
যে যা বলে বলুক, যে যা করে করুক;
তোমার বুকের মাঝে আছে যে নাম, মহানাম; 
সেই নামের তাপে করোনা পুড়ে মরুক!!
করোনার ঔষধ সদাচার আর মহৌষধ তাঁর বীজনাম! 
নামামৃতে করো করোনা ভাইরাসকে খানখান!
নাম করো, নাম করো, নাম করো ভাই!
নাম আগুনে করোনা ভাইরাস হবে পুড়ে ছাই!!
দিয়েছিলে কথা তুমি হ'য়োনা কথার খেলাপি;
করোনা ভীতি শুধু নয়,
নাম থেরাপিতে কাটবে মহাভীতি, যমভীতি!
নিঃশ্বাসে-প্রশ্বাসে করো নাম, গাও নাম,
করো নাম অবিরাম আবৃত্তি!
করোনা-য় ক'রো না ভয়, হ'য়ো না আত্মঘাতী!
দয়ালের নাম অমৃত করো পান 
কাটবে অকাল যমভীতি!!
করোনা নিয়ে ক'রো না হেলাফেলা, 
ক'রো না অবহেলা, জেনে নাও এবেলা 
করোনার চ্যালেঞ্জ জেনো মন্ত্র 'ক'রো না' 
আর 'বীজনাম' মহানাম নহেলে পে দহেলা!
চীন থেকে এলো ভারতে মৃত্যুদূত করোনা 
আর চীনের প্রতি ভারতের আছে করুণা! 
কারণ পরম করুণাময় পুরুষোত্তম  মানুষ রূপী 
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের দেশ ভারত! 
তাই তাঁর কাছে আসুন প্রার্থনা করি 
তাঁর সৎনামে বাঁচুক জগৎ!
( লেখা মার্চ'২১'২০২০০) 





No comments:

Post a Comment