যত্ন ক'রে খোঁচা মেরে জোর ক'রে দোষ ধ'রে ধ'রে
দাও উগলে থালার পরে বুকের মাঝে জমিয়ে রাখা
যত উচ্ছের পায়েস!
ইচ্ছের ডানা মেলে যেথাসেথা পরাণ খুলে
ইচ্ছের ডানা মেলে যেথাসেথা পরাণ খুলে
উড়ে এসেই জুড়ে দিলে
জীবনে কিছুই না পাওয়ার কান্না আর দুঃখ,
সংসার মাঝে করতে না পারার আয়েশ!!
বাঃ! বেশ! বেশ!
আয়েশ ক'রে পায়েস খাও আর যত্রতত্র
আয়েশ ক'রে পায়েস খাও আর যত্রতত্র
পাখনা লাগিয়ে উড়ান লাগাও
তবুও বলো রাত্রিদিন বিঁধিয়ে তপ্ত সূঁচের মত কথার পিন,
তবুও বলো রাত্রিদিন বিঁধিয়ে তপ্ত সূঁচের মত কথার পিন,
নিকম্মার ঢেঁকি!?
সকাল-সন্ধ্যে ফাঁদ পেতেছো, ভালোবাসায় ফাঁক রেখেছো
আর খালি উসুল ক'রে নেবার তালে নিজেকে দিয়েছো ফাঁকি!
এমনিভাবেই মরণ মাঝে জীবন খুঁজেছো
সকাল-সন্ধ্যে ফাঁদ পেতেছো, ভালোবাসায় ফাঁক রেখেছো
আর খালি উসুল ক'রে নেবার তালে নিজেকে দিয়েছো ফাঁকি!
এমনিভাবেই মরণ মাঝে জীবন খুঁজেছো
আর জীবন নিয়ে জুয়া খেলেছো
হাওয়ায় হাওয়ায় জীবন উড়িয়ে
হাওয়ায় হাওয়ায় জীবন উড়িয়ে
রামধনুর রঙ ছড়িয়ে কথার জাল বুনেছো
আর অহংকারের ফণা তুলে
আর অহংকারের ফণা তুলে
গতর দুলিয়ে হেলেদুলে ভেবেছো, সব বুঝেছো তুমি!
মনে রেখো আসছে শেষের সেদিন হ'য়ে ভয়ঙ্কর
মনে রেখো আসছে শেষের সেদিন হ'য়ে ভয়ঙ্কর
সন্ধ্যা ছায়ায় ভরতে তোমার ঘর;
পায়ের তলায় দেখবে সেদিন নেই এক বিন্দু ভূমি!
হা হুতাশের যন্ত্রনায় ভরবে জীবন
পায়ের তলায় দেখবে সেদিন নেই এক বিন্দু ভূমি!
হা হুতাশের যন্ত্রনায় ভরবে জীবন
যেন জীবন্ত এক মমি!!
( লেখা ৪ই মার্চ'২০১৯)
No comments:
Post a Comment