মা! মাগো তোর পায়ে পড়ি,
আমায় ছেড়ে দে মা, কেঁদে মরি।
সবাই আসে, সবাই যায়
তোর পানে সবাই ধায়!
কেউ আসে না আমার ঘরে
একলা ঘরে আমি কেঁদে মরি;
আমায় ছেড়ে দে মা,
পালিয়ে আমি বাঁচি।
আমি একাকি পথ চেয়ে রই;
একলা ঘরে আমি কেঁদে মরি;
আমায় ছেড়ে দে মা,
পালিয়ে আমি বাঁচি।
আমি একাকি পথ চেয়ে রই;
কেউ আসে না আমার কাছে,
একলা ঘরে আমি একাকি,
নেই কেউ আমার সই।
তোর পানে সবাই ছোটে!
আমার পাশে নেই কেউ।
তুই বোবা হ'য়েও রাণী হ'লি
আমি শালা কথা বলা ফেউ?
তোর জন্য মন্ডা মেঠাই
আনে সবাই গন্ডা গন্ডা!
যদিও ঐসব সব পচা মেঠাই
আমার বেলায় লবডঙ্কা।
আমার চেয়ে তুই মুখ্য হ'লি
আর, আমি হ'লাম আজ গৌণ!
তোর বেলায় বাজে কাঁসর ঘন্টা
আমার বেলায় সব শালা মৌন!
রোদে জলে ভিজে ভিজে
লাইনে দাঁড়িয়ে শুয়ে ব'সে
থাকে সবাই, সবাই তোরে পুজে!
আমি থাকি পিছনে পড়ে
কেউ আসে না আমার তরে
একলা ঘরে আমি মরিমানুষ খুঁজে খুঁজে।
ছেড়ে দে মা আমায় তুই
পালায় আমি লুকিয়ে মুখ বুজে।
ভক্তের যত সব মনস্কামনা,
আছে যত মনোবাসনা
তুই তো জানিস তোর আড়ালে
কিন্তু আমিই পূরণ করি!
কিন্তু মন্দ কপাল আমার ওরে
কেউ না আমায় খোঁজে।
আমি থাকি এক কোনাতে
অবহেলায় থাকি পড়ে,
থাকি মাথা গুঁজে।।
এ আমার ব্যক্তিগত উপলব্ধি।
No comments:
Post a Comment