শারিরিক-মানসিক কষ্টের, যন্ত্রণার
এ কথা জেনো বন্ধু তুমি সত্য
কিন্তু কোনও কিছুই অসম্ভব নয়
যদি হও লক্ষ্যে অটল, অচ্যুত মত্ত।
ইষ্টকাজে কাউকে বাধা দিয়ে আটকে রাখা যায় কিছুদিন কিন্তু নয় চিরদিন।
কিন্তু চিরদিনের জন্য ইষ্টের কাছে
তুমি হ'য়ে গেলে অপরাধী
আর নিজের কাছে হ'য়ে যাবে হীন।
তোমার সাহায্য চেয়েছি ব'লে তুমি
ইষ্টের কাজ করছো আত্মপ্রতিষ্ঠা
আর বুক ভরা অহঙ্কার নিয়ে;
দিন শেষে যেদিন জীবন সূর্য যাবে হেলে
দেখবে সেদিন বিষন্নতা তোমায় করেছে গ্রাস
চারিদিকে শূন্যতা আর একা তুমি,
নেই কেউ কোথাও তোমার আশেপাশে
একাকীত্বের মাঝে যাচ্ছো ক্রমে ক্রমে ঝিমিয়ে।
আজ তুমি অর্থ-মান-যশের উন্মাদে মত্ত
দোর্দন্ডপ্রতাপে তুমি হিতাহিত জ্ঞান শূন্য
চুপিসারে আসছে পিছে যে ঝড় হবে বিপর্যস্ত,
পরিবার পরিজন নিয়ে হবে তুমি নিশ্চিত বিপন্ন।
তাই বলি, বন্ধু!
দু'দিনের জন্য তো আছি এই পৃথিবীতে
ইষ্টপ্রতিষ্ঠার কাজে হেসে হেসে
এসো মিলেমিশে কাটিয়ে দিই দু'জনাতে।
No comments:
Post a Comment