পরিবারের সবাই মিলে দয়ালের দরবারে শয়তানি!!!!
দয়ালের দরবারে বসে দয়ালের সঙ্গে চালাকি!?
আর দূর নয় নিয়তির ভয়ংকর হাসি সাথে
থাকতে হবে একাকি! সাবধান!
এতবড় মানুষ গিরগিটি!?
যা দেখে ভয় পায় স্বয়ং গিরগিটি!?
দয়ালের দরবারে খেলছো
এতবড় মানুষ গিরগিটি!?
যা দেখে ভয় পায় স্বয়ং গিরগিটি!?
দয়ালের দরবারে খেলছো
ক্ষমতা দখলের নোংরা বিষাক্ত খেলা!?
বন্ধু! গুরুবোন গুরুভাই!!
বন্ধু! গুরুবোন গুরুভাই!!
ভয়ংকর ভবিষ্যৎকে পাও না ভয়!?
যায় যে ব'য়ে বেলা!
ভালোবাসাকে দুর্বল মনে করো?
ভালোবাসাকে দুর্বল মনে করো?
মনে করো, যে ভালোবাসে সেটা তার দায়?
তোমার অহঙ্কার আর ঔদ্ধত্বের সীমা নাই! হায়!!
তোমার অহঙ্কার আর ঔদ্ধত্বের সীমা নাই! হায়!!
দয়ালের দরবারে বসে যারা
বেঈমানি, নেমকহারামি, অকৃতজ্ঞতার করে চাষ
তাদের রক্তের দোষ না থাকলে তা সম্ভব নয়;
জৈবী সংস্থিতিতে ত্রুটি এ আমার বিশ্বাস।
বেঈমানি, নেমকহারামি, অকৃতজ্ঞতার করে চাষ
তাদের রক্তের দোষ না থাকলে তা সম্ভব নয়;
জৈবী সংস্থিতিতে ত্রুটি এ আমার বিশ্বাস।
এখনও সময় আছে বাঁচতে যদি চাও,
পরিবার বাঁচাতে যদি চাও
দয়ালের দরবারে কপটতা ও মিথ্যার আশ্রয় করো ত্যাগ।
পরিবার বাঁচাতে যদি চাও
দয়ালের দরবারে কপটতা ও মিথ্যার আশ্রয় করো ত্যাগ।
কাকে করবো বিশ্বাস? কার প্রতি রাখবো আস্থা?
কোথায় নেবো নিশ্বাস? কার উপর ভরসা?
কোথায় নেবো নিশ্বাস? কার উপর ভরসা?
হে দয়াল! এই ঘোর অন্ধকার হাত ধ'রে
দাও ক'রে পার; সাদা কালো, সত্য মিথ্যা
আজ সব একাকার! আজও বেঁচে আছি
নিয়ে এই আশা; যেখানে কেউ নেই,
নেই কোনও পথ সেখানে দেখাবে তুমি
নিশ্চিত মুক্তির দিশা।।
(লেখা ১লা মার্চ'২০২১)।
No comments:
Post a Comment