মা! তুমি চোরের মা নও,
তুমি যে তোমার সন্তানের মা!
যদিও জন্ম দিলেই হয় না মাতা,
মা হওয়া নয়কো সহজ কথা,
এ কথা জানি; তবুও তুমি মা! মা!! মা!!!
এ কথা আমি মানি।
শুধু বলি, চোরের মায়ের বড় গলা,
মিথ্যে হ'ক এ বুলি।
তুমি সন্তান! চোর, গুন্ডা, অসৎ,
নাকি বদমাশ, শয়তান তা জানি না,
জানা প্রয়োজন এ কথাও আমি মানি না,
জানার একটুও দরকার নেই, নেই ইচ্ছে
শুধু জানি তুমি পরমপিতার সন্তান!!
আর তাই তোমায় আমি ভালোবাসি।
ভালোবাসি বলেই তোমার কাছে
আমার একান্ত অনুরোধ আর দাবী আছে
শান্ত হ'ক তোমার চীৎকার, দাপাদাপি।
ব্যাস আর কিছুই চাই না, এতেই আমি হ্যাপি।
দুর্নীতি, অবনতি যা হয় হ'ক,
স্কুলে-কলেজে, অফিস-কাছারিতে
ধর্ম্ম প্রতিষ্ঠানে আর রাজনীতির আঙ্গিনায়
ঘরে-বাইরে আর কলে কারখানায়
একটু নীরবে হ'ক, হ'ক নিরালায়,
নিভৃতে গোপনে প্রেম ভালোবাসায়,
শান্তি নেবে আসুক সমাজে, দেশে
ঘরে-বাইরে দিনেরাতে।
No comments:
Post a Comment