এত যে ডাকি তোমায় তবু এলে না গো,
এত যে ডাকি তোমায় তবু এলে না।২
আমি তোমায় বাসি ভালো
জীবনের চেয়েও ভালো
আমি তোমায় ভালোবাসি
জীবনের চেয়েও বেশী
প্রভু নয় তা ছলনা।
এত যে ডাকি তোমায় তবু এলে না গো।
এত যে ডাকি তোমায় তবু এলে না। ২
চাঁদ সত্য, সূর্য সত্য, প্রভু সত্য আরও
প্রভুর চেয়ে বেশী সত্য কে আছে বলো।
আমি যারে ভালোবাসি
(সে) সত্যের চেয়েও সত্য বেশী
চলনে তাঁর বাঁচার নিশানা।
তুমি যে এত ভালো জানা ছিল না গো,
তুমি যে এত ভালো জানা ছিল না। ২
মা গুরু, বাবা গুরু, দয়াল গুরু আরও
দয়ালের চেয়ে বড়ো কে আছে বলো।
আমি যারে বাসি ভালো আঁধারেতে জ্বালায় আলো
বন্ধু, নয় তা ছলনা।
একথা বন্ধু আমার তোমরা ভুলো না গো,
এ কথা বন্ধু আমার তোমরা ভুলো না। ২
প্রভুরে----, প্রভুরে----, প্রভুরে------
( দিলো না, দিলো না, নিলো মন দিলো না)
No comments:
Post a Comment