Powered By Blogger

Wednesday, March 1, 2023

অনুভুতিঃ হে প্রভু! কি করি? এখন কি উপায়?

প্রভু! ভক্ত সেজে শিষ্য হ'য়ে 
"যাহারা তোমার বিষাইছে বায়ু,
নিভাইছে তব আলো, 
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, 
তুমি কি বেসেছ ভালো।"
প্রভু! যাহারা তোমার শিষ্য হ'য়ে 
ভক্ত সেজে আয়ের উপকরণ করে তোমায়, 
তুমি কি তাদের করুণা করিয়াছো, 
তুমি কি তাদের দেখাও আলো?
প্রভু! যাহারা তোমার বসিয়ে ফটো সেজে ভক্ত 
পুজো পুজো করে খেলা সরল ভক্তমন্ডলী সাথে 
আর কামায় দু'হাতে তুমি কি তাদের 
দিয়েছো আশ্রয়, দিয়েছো প্রশ্রয়?
প্রভু! যাহারা তোমার নামে নকল ভক্তির বাজায় ডঙ্কা 
তীব্র আত্মপ্রতিষ্ঠার লোভে ঝরিয়ে ঝোলা লোভের নোলা 
তুমি কি তাদের প্রতি দেখিয়েছো রাগ দুঃখে বা ক্ষোভে?
প্রভু! যাহারা তোমার বা অন্যের লেখা বা মতবাদ 
চুরি ক'রে অত্যন্ত চতুরতায় নিজের ব'লে দেয় চালিয়ে 
তুমি কি তাদের ঘৃণা করিয়াছো, করিয়াছো অবহেলা?
প্রভু! যাহারা তোমার করে নিন্দা, সকাল সন্ধ্যা দেয় গালাগালি 
তুমি কি তাদের বাসনি ভালো, দাওনি ভরিয়ে হাত খালি?
তবুও তারা করে বেঈমানি, হয় অকৃতজ্ঞ, করে নেমকহারামি!
হায়! প্রভু! কি করি? এখন কি উপায়?
(লেখা ২রা মার্চ'২০২১)
No photo description available.
All reaction

No comments:

Post a Comment