কি ব্যাপার বুঝতে পারি না।
তবে একটা জিনিস বুঝেছি
জীবন নিয়ে বিব্রত বহুদিন তুমি!!
অস্থিরতাকে জীবনে করেছো বন্ধু
চাওয়া না পাওয়ার মাঝে
করেছো অভিমানকে সাথী!
তাই দ্বন্দ্ব সংঘাত অনিবার্য
অনিবার্য জীবনের নীলাকাশে
ভয়ংকর কাল রাতি।
রঙেরা সব রঙিন আছে
মনের বন্ধ দরজার 'পারে
হাট ক'রে দাও খুলে সব
রাঙিয়ে নেবার তরে।
চোখ মেলে দেখো চেয়ে
বাহিরে ঐ ঝিরঝিরিয়ে
রামধনুর সাত রঙ্গা রঙ ঝরে!!!!!
( লেখা ৫ই মার্চ'২০১৫)
No comments:
Post a Comment