Powered By Blogger

Monday, March 13, 2023

কবিতা/গানঃ স্বপ্ন! যাবো বাড়ি---

স্বপ্ন, যাবো বাড়ি তোমার!
ফিরে যাবো বাড়ি আমার!
প্রভু তোমার কাছে
যাবো ফিরে এইবার!!

ফিরে যাবো তোমার ভুবনে
ছুঁয়ে যাবো রাতুল চরণে
সদা প্রাণের গন্ধ বুকে তোমার স্বপনে!
কাছে যাবো ফিরে এইবার।

বৃত্তির বাঁধন ছিঁড়ে নাড়ীর টানে
যাবো ফিরে প্রভু তোমার পথে;
রঙিন অনেক দারুণ বোধের
স্বপ্ন ভরা দু'চোখ নিয়ে!!
(লেখা ১৩ইমার্চ'২০১৮)

ফিরে যাবো তোমার ভুবনে
ছুঁয়ে যাবো রাতুল চরণে
সদা প্রাণের গন্ধ বুকে তোমার স্বপনে!
কাছে যাবো ফিরে এইবার।২

No comments:

Post a Comment