আন্তরিকতা সাথে হৃদয়ের স্বচ্ছতা
না থাকলে কেউ তার সুফল পায় না।
হিংসা এমনই জিনিস
তাকে বাড়তে দিলে বেড়েই যায়;
কোনও ভালো কাজ করেও না,
করতেও দেয় না; শুধুই কথার বিষাক্ত হাই!
কেউ ভালো কাজ করলে বাধা দেয়,
করতে দেয় না যারা;
ভবিষ্যৎ তাদের ঘোর অন্ধকারে ভরা!
কে করবে ভালো কাজ আর কেনই বা করবে?
কাঁকড়ার চরিত্র নিয়ে মারামারি ক'রে মরবে!?
অতীতের সাহায্য ও দিনগুলি ভুলে যাও?
অনিত্য ঝলমলে বর্তমান নিয়ে থাকো ব্যস্ত
নেশাগ্রস্থের মত!
হিংসা এমনই জিনিস
তাকে বাড়তে দিলে বেড়েই যায়;
কোনও ভালো কাজ করেও না,
করতেও দেয় না; শুধুই কথার বিষাক্ত হাই!
কেউ ভালো কাজ করলে বাধা দেয়,
করতে দেয় না যারা;
ভবিষ্যৎ তাদের ঘোর অন্ধকারে ভরা!
কে করবে ভালো কাজ আর কেনই বা করবে?
কাঁকড়ার চরিত্র নিয়ে মারামারি ক'রে মরবে!?
অতীতের সাহায্য ও দিনগুলি ভুলে যাও?
অনিত্য ঝলমলে বর্তমান নিয়ে থাকো ব্যস্ত
নেশাগ্রস্থের মত!
ভবিষ্যতে কি অপেক্ষা করছে দেখে নাও!
কথায় আছে:
কাজের বেলায় কাজী কাজ ফুরোলে পাজি!
পাজির পাঁজিতে জেনো আছে 'শেষের সেদিন ভয়ঙ্কর'
বলতে পারি এ কথা রেখে বাজি!!
আজ তোমার দিন তাই ভুলে গেছো
আর পড়ে না মনে সেইদিন!
কেউ ছিল না তোমার সাথে যেদিন!!
( লেখা ১১ই মার্চ'২০২১)
কথায় আছে:
কাজের বেলায় কাজী কাজ ফুরোলে পাজি!
পাজির পাঁজিতে জেনো আছে 'শেষের সেদিন ভয়ঙ্কর'
বলতে পারি এ কথা রেখে বাজি!!
আজ তোমার দিন তাই ভুলে গেছো
আর পড়ে না মনে সেইদিন!
কেউ ছিল না তোমার সাথে যেদিন!!
( লেখা ১১ই মার্চ'২০২১)
No comments:
Post a Comment