Powered By Blogger

Saturday, March 11, 2023

কবিতাঃ কেউ ছিল না যেদিন

সমাজসেবা পয়সার বিনিময়ে হয় না।
আন্তরিকতা সাথে হৃদয়ের স্বচ্ছতা 
না থাকলে কেউ তার সুফল পায় না।
হিংসা এমনই জিনিস
তাকে বাড়তে দিলে বেড়েই যায়;
কোনও ভালো কাজ করেও না,
করতেও দেয় না; শুধুই কথার বিষাক্ত হাই!
কেউ ভালো কাজ করলে বাধা দেয়,
করতে দেয় না যারা;
ভবিষ্যৎ তাদের ঘোর অন্ধকারে ভরা!
কে করবে ভালো কাজ আর কেনই বা করবে?
কাঁকড়ার চরিত্র নিয়ে মারামারি ক'রে মরবে!?
অতীতের সাহায্য ও দিনগুলি ভুলে যাও?
অনিত্য ঝলমলে বর্তমান নিয়ে থাকো ব্যস্ত
নেশাগ্রস্থের মত! 
ভবিষ্যতে কি অপেক্ষা করছে দেখে নাও!
কথায় আছে:
কাজের বেলায় কাজী কাজ ফুরোলে পাজি!
পাজির পাঁজিতে জেনো আছে 'শেষের সেদিন ভয়ঙ্কর'
বলতে পারি এ কথা রেখে বাজি!!
আজ তোমার দিন তাই ভুলে গেছো
আর পড়ে না মনে সেইদিন!
কেউ ছিল না তোমার সাথে যেদিন!!
( লেখা ১১ই মার্চ'২০২১)

No comments:

Post a Comment