প্রবাদ আছে, সময়ের একটা সেলাই ন'টা সেলাইকে বাঁচায়। আরও একটা কথা আছে, 'পি পু ফি শু'; এর মানে কি? এর মানে পিঠ পুড়ে যাচ্ছে ফিরে শো'। আজ আমরা অতীত থেকে কোনও শিক্ষা নিইনি। অতীতেও দেশভাগ ও আরো স্পষ্ট ক'রে বললে বলা যেতে পারে বাংলা ভাগের সময়েও সঠিক সময়ে অশনি সঙ্কেতের টের পাইনি বা পেলেও সময়মত দ্রুততার সঙ্গে তীব্রভাবে সিরিয়াসলি সোচ্চার হইনি, ব্যবস্থা নিইনি আর তাই আমাদের হারাতে হয়েছে অনেক কিছু, হারাতে হয়েছে অনেক মানুষ সম্পদ। সময়ে একটা সেলাই না করার ফলে আরো ন'টা সেলাই আমাদের করতে হচ্ছে বর্তমানে। সেদিনও আমরা 'পিপুফিশু' মানসিকতার ছিলাম আর আজও তাই-ই আছি। ঘরে আগুন লাগার পরেও আমরা বাঙ্গালী শুয়ে আছি। আর শুয়ে আছি চরম অকল্পনীয় আলস্যতায়। এটা আলস্যতা বললে কম বা ভুল বলা হবে। এটা মেরুদন্ড ভাঙ্গা অসুস্থ বাঙালীর চিরকালীন অসুস্থতা। আর এই অসুস্থতা বাঙ্গালীর তা সে হিন্দু বাঙ্গালী হ'ক, মুসলমান বাঙ্গালী হ'ক বা খ্রিষ্টান বাঙ্গালী ইত্যাদি যে ধর্মের বা যে সম্প্রদায়ের বাঙ্গালী হ'ক না কেন এই রোগ বাঙ্গালীর জৈবী সংস্কৃতির মধ্যে ঢুকে গেছে। সঠিক সময়ে সঠিক প্রতিবাদ তাত্ত্বিক আমেজে ডুবে থাকা, চায়ের কাপে, কাগজে কলমে মেকী ভুলভাল বিপ্লবের তুফান তোলা বাঙ্গালী কোনদিনই করতে পারেনি আর পরবর্তীতে অনেক অপদার্থ ভন্ড কপট সন্যাসীতে গাজন নষ্ট হওয়ার মত অযোগ্য অদক্ষ বৃত্তি প্রবৃত্তিতে আপাদমস্তক ডুবে থাকা বাঙ্গালী নেতৃবৃন্দের নেতৃত্বের কারণে নেতৃত্ব হ য ব র ল হ'য়ে আন্দোলন, প্রতিবাদ হঠকারিতায় পৌঁছে গেছে যা আমরা অহরহ দেখেছি দেখছি আমার চারপাশে ও দেশের কোণে কোণে আর যার ফল ভুগতে হয়েছে, ভুগতে হচ্ছে ও ভুগতে হবে আরও চরম নির্মমতায় আগামীতে আগামী বাঙ্গালী প্রজন্মকে; যার জন্য দায়ী থাকবে পূর্বের ও আজকের ঘুমিয়ে থাকা বাঙ্গালী প্রজন্ম। আমরা সেই বাবু বাঙ্গালী রয়ে গেছি "আমার গায়ে আঁচ না লাগে ফুরিয়ে যাবে মামলা।"
(লেখা ১৬ই মার্চ'২০২২)
Thursday, March 16, 2023
উপলব্ধিঃ আমরা বাঙ্গালী!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment