Powered By Blogger

Saturday, March 4, 2023

কবিতাঃ যেও না বিরাট শিশু হ'তে।

বিপ্লব, বিদ্রোহ, প্রতিবাদ, প্রতিরোধ
কবিতায়, গল্পে, উপন্যাসে।
কাল্পনিক অত্যাচারে সাজছো ক্ষতবিক্ষত সাজে
কবিতায় বিপ্লবী হাসি হেসে!
বৃথা হ'ল এ জন্ম তোমার, ব্যর্থ হ'ল এই সফর।
বিধির বিধান বুজলি না তুই রাখলি না তার খবর;
বিধাতার সাথে করছো বেইমানি তুমি জবর!!
খেলিছো এ বিশ্ব লয়ে
ক্ষুদ্র মানব শিশু হীনমনে।
প্রলয় ধ্বংস তব পুতুল খেলা
গরজনে বিশু গরজনে।
শীর্ণ দেহ আবাসে
তুমি মগ্ন বৃত্তি বিলাসে!
ভাঙ্গিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে
গরজনে বিশু গরজনে।
দীক্ষা শিক্ষা শাদি খেলনা তব হে উদাসী
পড়িয়া আছে ফাটা পায়ের কাছে জ্ঞান রাশি।
অনিত্য তুমি হে অনুদার
সুখে-দুখে ব্যভিচার।
হাসিছ খেলিছ তুমি রিপু সনে
গরজনে বিশু গরজনে।
যা ইচ্ছা তাই করতে পারো,
খেলতে পারো এ বিশ্ব লয়ে,
তুমি ক্ষুদ্র বিশু আনমনে!
কিন্তু খবরদার, মানুষ তুমি
যেও না বিরাট শিশু হ'তে ।

(লেখা ৪ই মার্চ'২০১৮)

No comments:

Post a Comment