এই তুমি কে বলো দেখিনি!?
শরীরী নাকি সেই অশরীরী!
মনের মাঝে ঝড় তোলা
হৃদয় জুড়ে থাকা ছায়াবর্তিনী?
স্বপ্নে আসা অবয়ব
স্বপ্ন ভেঙ্গে হয়ে যায় শব!
জানা আছে সে সব?
ভিজিয়ে সে সোনা শরীর জলধর,
বয়ে যাবে অবশেষে হয়ে সরোবর?
ভুতের রাজা দিল কি সে বর?
মধু খেয়ে ফুলে ফুলে ওড়া প্রজাপতি,
ধ্যানমগ্ন হতে হতে সাথী হয় ক্ষতি?
সত্যি কি এ ভীষণ অতি?
রুপের টানে অমানুষ হ'লে,
জীবন কি হয় ছারখার?
যার টানে এ বিষম বোঝা যাও বয়ে,
সে-কি বোঝে হৃদয় যাতনা তার???
( লেখা ৬ই মার্চ' ২০১৪)
No comments:
Post a Comment