Powered By Blogger

Friday, March 31, 2023

কবিতাঃ যদি না-------

যদি এপারে না দিলে আশ্রয়
তোমার চরণতলে সত্যধামে;
চাই না তোমার দয়া আর প্রশ্রয়
পেতে ঠাঁই পরপারে মরধামে।

যদি এপারে না দিলে অধিকার
করিতে তোমার প্রচার এ জীবনে
চাই না লভিতে জনম আরবার
চাই না দয়া আর তোমার
শয়নে-স্বপনে-জাগরণে।

যদি না পারি ভালোবাসিতে তোমায়,
না পারি ভালোবেসে হ'তে পাগল
করিতে পাগল তোমায় এপারে প্রভু
তবে যাক মুছে ভালোবাসা চিরতরে
জীবন থেকে মোর যেন না বাসিতে হয়
ভালো কাহারেও আগামীতে জনমে জনমে কভু।

No comments:

Post a Comment