জীবনটা কেন ঘুরছে ঘুরে ঘুরে কাদের ঘিরে?
এসো ভাবি। অন্তত একবার।
এসো ভাবি। অন্তত একবার।
কি করছো? কেন করছো? কার জন্য করছো?
কি দেখছো? কেন দেখছো? কাকে দেখছো? কার জন্য দেখছো?
কি শুনছো? কেন শুনছো? কাকে শুনছো? কার জন্য শুনছো?
কি ভাবছো? কেন ভাবছো? কাকে ভাবছো? কার জন্য ভাবছো?
কি পড়ছো? কেন পড়ছো? কার জন্য পড়ছো?
কি বলছো? কেন বলছো? কাকে বলছো?
কি হয়েছো? কেন হয়েছো? কার জন্য হয়েছো? কার সাহায্যে হয়েছো?
কি দেখছো? কেন দেখছো? কাকে দেখছো? কার জন্য দেখছো?
কি শুনছো? কেন শুনছো? কাকে শুনছো? কার জন্য শুনছো?
কি ভাবছো? কেন ভাবছো? কাকে ভাবছো? কার জন্য ভাবছো?
কি পড়ছো? কেন পড়ছো? কার জন্য পড়ছো?
কি বলছো? কেন বলছো? কাকে বলছো?
কি হয়েছো? কেন হয়েছো? কার জন্য হয়েছো? কার সাহায্যে হয়েছো?
বন্ধু! আজ পর্যন্ত ক'রে, দেখে, শুনে, ভেবে, পড়ে, ব'লে যা হয়েছো তা কি ঠিক করেছো? ঠিক দেখেছো? ঠিক শুনেছো? ঠিক ভেবেছো? ঠিক পড়েছো? ঠিক বলেছো? ঠিক ঠিক হয়েছো? নাকি সবটাই ভুল! ভুল!! ভুল!!! ভুলের ঝুলে ভরা?
আর ফিরিয়েই বা দিয়েছো কি তাঁকে যার থেকে পেয়েছো যা কিছু? ভেবে দেখছো কি? কুৎসা, নিন্দা, অপবাদ, অপমান, সমালোচনা ইত্যাদি যা কিছু নিন্দনীয়, যা কিছু তোমার জীবনকে, দশ ও দেশকে ধ্বংস করে তা ছাড়া কি ফিরিয়ে দিয়েছো তাঁকে? ছোট্ট এ সফর! চলে যে যেতে হবে কাল সকাল হ'লেই ভেবে দেখেছো কি? ভেবে দেখেছো কি একবারও চলে গেলে আর এ জীবনে সুযোগ পাবে না তাঁর জন্য কিছু করার, তাঁকে ফিরিয়ে দেবার? আবার যে আসতে হবে তা জানো তো? কি হ'য়ে আসবে? এই অমূল্য মনুষ্য জীবন পাবে তো? ভেবে দেখো একবার! অন্তত একবার!
নিজেকে নিজের দেখা সম্পূর্ণ হয় একান্তে নিভৃতে নির্জনে দয়াল প্রভুর সাথে একাত্মা হ'য়ে যখন এই কথা ভাবি।
( লেখা ৪ই মার্চ'২০২১)
No comments:
Post a Comment