ভারত কি ভেঙ্গে টুকরো টুকরো হ'য়ে যাবে আবার!? আজ থেকে ৭৪ বছর আগে দেশ স্বাধীন হওয়ার সময়েই ভারতকে ভেঙ্গে দু'টুকরো ক'রে দিয়ে চলে গিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ। ব্রিটিশ দেশ থেকে চিরদিনের জন্য চলে যাবার আগে প্রত্যক্ষভাবে শাসন করার পরিবর্তে অপ্রত্যক্ষভাবে তার উপস্থিতি বজায় রাখার ঘৃণ্য এক খেলা রচনা করেছিল দেশটাকে দু'টুকরো ক'রে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে চিরদিনের জন্য সাম্প্রদায়িক ঘৃণার লড়াই লাগিয়ে দিয়ে। যে ঘৃণা আজ ৭৪ বছর পরও ব'য়ে চলেছে দুই সম্প্রদায়ের মধ্যে; যা অন্য সম্প্রদায়ের মধ্যে সংক্রামিত হয়েছে ও হয়ে চলেছে ধীরে ধীরে। ভারত ভেঙ্গে টুকরো টুকরো হবার আবার কি কোনও গোপন আন্তর্জাতিক চক্রান্ত চলছে? সেই যে শত্রুতার ডিম পেড়ে গেল ব্রিটিশ দুই সম্প্রদায়ের মধ্যে যা আজ ৭৪বছর ধ'রে ভারত পাকিস্তানের মধ্যে এবং ইদানিং ভারত বাংলাদেশের মধ্যে যত্নের সঙ্গে লালিত পালিত হ'য়ে ফুটে চলেছে তার প্রতিফলন কি অর্থাৎ সেই শত্রুতার ডিম কি তা দিয়ে দিয়ে ফুটিয়ে তোলার ঘৃণ্য দায়িত্ব রাজ্যে রাজ্যে বিভিন্ন ভাষাভাষীর মধ্যে পড়ছে? সেই ৭৪বছর আগে ঘৃণ্য দেশভাগের পরিকল্পনার সময়ে The greatest phenomenon of the world SriSri Thakur Anukulchandra দেশের তৎকালীন নেতৃবৃন্দের কাছে সৎসঙ্গের পক্ষ থেকে বার্তা পাঠিয়ে সাবধান ক'রে দিয়েছিলেন; বলেছিলেন, "Dividing compromise is the hatch of animoysity. ( ভাগ ক'রে সমাধান করার অর্থ তা দিয়ে শত্রুতার ডিম ফুটানো)।
আজ আমরা প্রতিদিন প্রতিমুহূর্তে সত্যদ্রষ্টা পুরুষ রক্তমাংসের জীবন্ত ঈশ্বরের বলে যাওয়া সাবধান বাণীর জ্বলন্ত প্রমাণ দেখতে পাচ্ছি। ব্রিটিশদের দ্বারা দু'টুকরো ক'রে ভাগ ক'রে দিয়ে যাওয়া দেশ পরবর্তীতে তিন টুকরো হ'লো। আগামীতে আরও টুকরো হওয়ার অশনি সঙ্কেত কি আমরা দেখতে পারছি না!? এতটাই আমরা উদাসীন!? আমার গায়ে আঁচ না লাগে ফুরিয়ে যাবে মামলা!? আঁচ কি সত্যি সত্যিই আমাদের গায়ে লাগবে না? পূর্বের দেশ ভাঙ্গার ভয়ংকর আঁচ কি আমাদের গায়ে লাগছে না!? সেদিন ধর্মের নামে দেশ ভাগ হয়েছিল নির্লজ্জভাবে দেশের উচ্চশিক্ষিত ক্ষমতালোভীদের হাত ধ'রে বিশ্বের সবচেয়ে সভ্য ও শৃঙ্খলিত জাত ব'লে স্বীকৃত ব্রিটিশদের প্রত্যক্ষ মদতে। আর আজ কিসের অশনি সঙ্কেত দেখতে বা শুনতে পাচ্ছি আমরা? আমরা কি আজ কালা ও অন্ধ হ'য়ে গেছি? অনেক উদাহরন আছে। একটা উদাহরন দিলেই বিষয়টা পরিস্কার হ'য়ে যাবে।
গতকাল একটা নতুন রাজনৈতিক দলের জন্ম হ'লো। নামঃ ভূমিপুত্র অধিকার পার্টি। এখন নতুন নতুন রাজনৈতিক দলের জন্ম হওয়াটা দু' আঙ্গুলে চুটকি বাজানোর মত হ'য়ে গেছে। যখন যেখানে যে পারছে একটা রাজনৈতিক দলের জন্ম দিচ্ছে এবং পিছনে মজবুত মদদের দৌলতে ক্ষমতায়ও এসে যাচ্ছে। আর এর ফলস্বরুপ সাধারণ মানুষের কি লাভ, কি ক্ষতি হচ্ছে তা দেখার দরকার পড়ছে না কোনও রাজনৈতিক দলের, রাজনৈতিক ব্যক্তিত্বের! পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিএম ক্ষমতায় ছিল, বর্তমানে তৃণমূল ক্ষমতায় আছে। ভবিষ্যত ঠিক করবে আগামী নির্বাচনের পরে কে পশ্চিমবঙ্গকে দেখভাল করার জন্য দায়িত্ব পাবে আর না পাবে। যেই-ই পাক সেটা পরের কথা। আগে ও বর্তমানে যারা ক্ষমতায় ছিল তারা কি সব ভূমিপুত্র ছিল না? পশ্চিমবঙ্গের ভুমিতে পশ্চিমবঙ্গের শাসকদের দ্বারা কি পশ্চিমবঙ্গের ভূমিপুত্রদের অধিকার রক্ষা করা হয়নি? তা হ'লে কাদের অধিকার রক্ষা করা হয়েছিল? পশ্চিমবঙ্গের ভূমিপুত্রদের অধিকার রক্ষা না ক'রে অন্য রাজ্যের ভূমিপুত্রদের অধিকার রক্ষা করা হয়েছিল? ভূমিপুত্র কারা? বাংলায় বাঙ্গালিরাই কি শুধু ভূমিপুত্র? বাংলায় বাংলাদেশ থেকে আসা বাঙ্গালিরা কি ভূমিপুত্র? বাংলায় ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন সম্প্রদায়ের অবাঙ্গালীরা কি ভূমিপুত্র? তাদের পরবর্তী বংশধর যারা এই বাংলায় জন্মেছে, এই বাংলায় বড় হয়েছে ও হচ্ছে, এই বাংলায় পড়াশুনা করেছে ও করছে, এই বাংলায় বাঙালীর সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছে ও হচ্ছে তারা সবাই কি বাংলার ভূমিপুত্র? বাংলার হিন্দুরাই কি শুধু ভূমিপুত্র? নাকি মুসলমানরাই ভূমিপুত্র? বাংলায় যারাই বাস করে তারাই কি ভূমিপুত্র? বাংলায় যারা জন্মায় তা বাঙালি, বিহারী, অসমিয়া, ওড়িয়া ইত্যাদি যেই হ'ক না কেন সেই বাঙালি ও ভূমিপুত্র? নাকি শুধু বাঙ্গালিরাই ভূমিপুত্র? বাংলা কার বা কাদের রাজ্য? কোনও সরকারই কি ভূমিপুত্রদের জন্য কোনও কাজই করেনি দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ অবধি? তাই বহিরাগতদের আটকাতে নতুন ক'রে স্পেসিফিক ভূমিপুত্র ইস্যুতে নতুন রাজনৈতিক দলের জন্ম হ'লো? এর ফলে ভবিষ্যতে দূর ভবিষ্যৎ প্রজন্মকে ভূমিপুত্র ইস্যুতে ভয়ংকর খেসারত দিতে হবে না তো? ভোট এতটাই বালাই যে বিচ্ছিন্নতার মতবাদকে আঁকড়ে ধ'রে ভূমিপুত্রের ইস্যুকে সামনে এনে ভয়াবহ আগুন নিয়ে খেলায় মেতে উঠতে হবে? রাজনৈতিক প্রতিষ্ঠিত দলগুলো ও রাজনৈতিক নেতৃবৃন্দরা কি ভূমিপুত্রদের দল ও ভূমিপুত্রদের নেতানেত্রী নয়? তাহ'লে আবার আলাদা ক'রে ভূমিপুত্রের অধিকারের অজুহাতে নতুন রাজনৈতিক দলের জন্ম কেন? কেন? কেন?
জবাব দেবেন কেউ? বাংলার মানুষ জানতে চায়।
( লেখা ১৮ই মার্চ'২০২১ )
আজ আমরা প্রতিদিন প্রতিমুহূর্তে সত্যদ্রষ্টা পুরুষ রক্তমাংসের জীবন্ত ঈশ্বরের বলে যাওয়া সাবধান বাণীর জ্বলন্ত প্রমাণ দেখতে পাচ্ছি। ব্রিটিশদের দ্বারা দু'টুকরো ক'রে ভাগ ক'রে দিয়ে যাওয়া দেশ পরবর্তীতে তিন টুকরো হ'লো। আগামীতে আরও টুকরো হওয়ার অশনি সঙ্কেত কি আমরা দেখতে পারছি না!? এতটাই আমরা উদাসীন!? আমার গায়ে আঁচ না লাগে ফুরিয়ে যাবে মামলা!? আঁচ কি সত্যি সত্যিই আমাদের গায়ে লাগবে না? পূর্বের দেশ ভাঙ্গার ভয়ংকর আঁচ কি আমাদের গায়ে লাগছে না!? সেদিন ধর্মের নামে দেশ ভাগ হয়েছিল নির্লজ্জভাবে দেশের উচ্চশিক্ষিত ক্ষমতালোভীদের হাত ধ'রে বিশ্বের সবচেয়ে সভ্য ও শৃঙ্খলিত জাত ব'লে স্বীকৃত ব্রিটিশদের প্রত্যক্ষ মদতে। আর আজ কিসের অশনি সঙ্কেত দেখতে বা শুনতে পাচ্ছি আমরা? আমরা কি আজ কালা ও অন্ধ হ'য়ে গেছি? অনেক উদাহরন আছে। একটা উদাহরন দিলেই বিষয়টা পরিস্কার হ'য়ে যাবে।
গতকাল একটা নতুন রাজনৈতিক দলের জন্ম হ'লো। নামঃ ভূমিপুত্র অধিকার পার্টি। এখন নতুন নতুন রাজনৈতিক দলের জন্ম হওয়াটা দু' আঙ্গুলে চুটকি বাজানোর মত হ'য়ে গেছে। যখন যেখানে যে পারছে একটা রাজনৈতিক দলের জন্ম দিচ্ছে এবং পিছনে মজবুত মদদের দৌলতে ক্ষমতায়ও এসে যাচ্ছে। আর এর ফলস্বরুপ সাধারণ মানুষের কি লাভ, কি ক্ষতি হচ্ছে তা দেখার দরকার পড়ছে না কোনও রাজনৈতিক দলের, রাজনৈতিক ব্যক্তিত্বের! পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিএম ক্ষমতায় ছিল, বর্তমানে তৃণমূল ক্ষমতায় আছে। ভবিষ্যত ঠিক করবে আগামী নির্বাচনের পরে কে পশ্চিমবঙ্গকে দেখভাল করার জন্য দায়িত্ব পাবে আর না পাবে। যেই-ই পাক সেটা পরের কথা। আগে ও বর্তমানে যারা ক্ষমতায় ছিল তারা কি সব ভূমিপুত্র ছিল না? পশ্চিমবঙ্গের ভুমিতে পশ্চিমবঙ্গের শাসকদের দ্বারা কি পশ্চিমবঙ্গের ভূমিপুত্রদের অধিকার রক্ষা করা হয়নি? তা হ'লে কাদের অধিকার রক্ষা করা হয়েছিল? পশ্চিমবঙ্গের ভূমিপুত্রদের অধিকার রক্ষা না ক'রে অন্য রাজ্যের ভূমিপুত্রদের অধিকার রক্ষা করা হয়েছিল? ভূমিপুত্র কারা? বাংলায় বাঙ্গালিরাই কি শুধু ভূমিপুত্র? বাংলায় বাংলাদেশ থেকে আসা বাঙ্গালিরা কি ভূমিপুত্র? বাংলায় ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন সম্প্রদায়ের অবাঙ্গালীরা কি ভূমিপুত্র? তাদের পরবর্তী বংশধর যারা এই বাংলায় জন্মেছে, এই বাংলায় বড় হয়েছে ও হচ্ছে, এই বাংলায় পড়াশুনা করেছে ও করছে, এই বাংলায় বাঙালীর সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছে ও হচ্ছে তারা সবাই কি বাংলার ভূমিপুত্র? বাংলার হিন্দুরাই কি শুধু ভূমিপুত্র? নাকি মুসলমানরাই ভূমিপুত্র? বাংলায় যারাই বাস করে তারাই কি ভূমিপুত্র? বাংলায় যারা জন্মায় তা বাঙালি, বিহারী, অসমিয়া, ওড়িয়া ইত্যাদি যেই হ'ক না কেন সেই বাঙালি ও ভূমিপুত্র? নাকি শুধু বাঙ্গালিরাই ভূমিপুত্র? বাংলা কার বা কাদের রাজ্য? কোনও সরকারই কি ভূমিপুত্রদের জন্য কোনও কাজই করেনি দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ অবধি? তাই বহিরাগতদের আটকাতে নতুন ক'রে স্পেসিফিক ভূমিপুত্র ইস্যুতে নতুন রাজনৈতিক দলের জন্ম হ'লো? এর ফলে ভবিষ্যতে দূর ভবিষ্যৎ প্রজন্মকে ভূমিপুত্র ইস্যুতে ভয়ংকর খেসারত দিতে হবে না তো? ভোট এতটাই বালাই যে বিচ্ছিন্নতার মতবাদকে আঁকড়ে ধ'রে ভূমিপুত্রের ইস্যুকে সামনে এনে ভয়াবহ আগুন নিয়ে খেলায় মেতে উঠতে হবে? রাজনৈতিক প্রতিষ্ঠিত দলগুলো ও রাজনৈতিক নেতৃবৃন্দরা কি ভূমিপুত্রদের দল ও ভূমিপুত্রদের নেতানেত্রী নয়? তাহ'লে আবার আলাদা ক'রে ভূমিপুত্রের অধিকারের অজুহাতে নতুন রাজনৈতিক দলের জন্ম কেন? কেন? কেন?
জবাব দেবেন কেউ? বাংলার মানুষ জানতে চায়।
( লেখা ১৮ই মার্চ'২০২১ )
No comments:
Post a Comment