Powered By Blogger

Wednesday, March 15, 2023

কবিতাঃ হে নারী! বলো কে আছে পাশে অবশেষে?

হে নারী! শুধুই কি তুমি নারী!
তুমি কন্যা, তুমি ভগ্নী,
তুমি প্রেমিকা, তুমিই পত্নী।
সংসার মাঝে নারী তুমি কান্ডারি।
তুমিই বন্ধু, তুমি জীবন সাথী।
জীবন মাঝে আঁধার রাতে
নারী তুমি মোর ঘরবাতি।
নারী তুমি কি শুধুই নারী!
তুমি অভয়া, তুমি অদিতি
তোমার ছায়া তোমার মায়ায়
জাগে হৃদয়ে প্রেম ও প্রীতি!
নারী তুমি কখনও সেলিব্রেটি,
কখনও বা তুমি বিত্তশালিনী,
তুমি অনন্যা, কখনও বা
নারী তুমি ক্ষমতা মালিনী!
নারী দিবসে তুমিই মুখ্য, তুমিই প্রধানা
জীবন যুদ্ধে বরাভয় হাতে তুমি
দাঁড়াও এসে পাশে হ’য়ে বীরাঙ্গনা!
তোমার অঙ্গে জ্বলে শত দিবাকর
হে নারী হতাশার মাঝে তুমি
প্রাণে তোলো ঝড়!
জগত মিথ্যা জেনো তুমি বিনা।
নারী তুমি কি শুধুই নারী!
বহুরুপে সম্মুখে তুমি হে নারী
তারি মাঝে শ্রেষ্ঠ রুপে তুমি মাতা! তুমি জননী!
নারী তুমি প্রাণ ক’রে দান হয়েছো ধন্য
এত কিছুর মাঝেও তবুও হ;য়ে আছো
আজও তুমি পণ্য! হে নারী তুমি বরেণ্য।
কে বানায় পণ্য তোমায় হে নারী
তা কি তুমি জানো? আঁধার রাত
সর্পিল আনাগোনা, কোন বিশ্বস্ত হাত
করে বেচাকেনা জিসম তোমার ক’রে পণ্য?
সে কি শুধুই পুরুষ??????
নাই নাই নাই ঠাই কোনোখানে ঠাই নাই
আছো পড়ে বাতায়নে হ’য়ে শুধু ছাই!
সময় ফুরোলে পঞ্চভূতে যাবে মিশে
তাচ্ছিল্য আর তীব্র অবহেলায়।
সুধী সমাজ হেঁকে বলে,
পণ্য হ’য়ে সদাই ছিলে
গানে গল্পে ছবিতে আর কবিতায়!
জিসম তোমার পণ্য করে গণ্যমান্য
গানে, গল্পে, কবিতার পরতে পরতে
শিল্পীর ছবিতে তুলির ছোঁয়ায়!
প্রতি অঙ্গ তোমার হ’য়ে পতঙ্গ নাচে কবির
কলম আর শিল্পীর তুলির শিশ্নে!
শিল্পের টানে কবিতার ভানে তারা জাগরণে
বিনি কেটে চলে, চলে শয়নে স্বপনে
তোমার শরীরী উপত্যকায় ভাঁজে ভাঁজে নির্দ্বিধায়
গভীর অর্থপূর্ণ শব্দের ঢেউ তুলে
সৃষ্টির নামে উত্তরহীন প্রশ্নে!
হে নারী-----
বলো কে আছে পাশে অবশেষে?
( লেখা ১৪ই মার্চ'২০১৭ )

No comments:

Post a Comment