Powered By Blogger

Wednesday, March 1, 2023

প্রবন্ধঃ শ্রীমন্ত আচার্য জ্ঞানীকে খোলা পত্র।

শ্রীমন্ত আচার্য জ্ঞানদা;
জ্ঞান-বিজ্ঞানের সর্বস্তরেই আপনিই একমাত্র বোদ্ধা বাকী সব কোটি কোটি দীক্ষিত শিষ্যমন্ডলী চার অক্ষর বোকা............।
শ্রীমন্ত জ্ঞানী আপনিই একমাত্র ভক্ত বাকী সব শক্ত।
শ্রীমন্ত জ্ঞানী আপনিই একমাত্র বেদজ্ঞ পন্ডিত বিশ্বজুড়ে বাকী সব বালখিল্য লেন্ডিত।
শ্রীমন্ত জ্ঞানী আপনিই একমাত্র ঠাকুর প্রেমী বাকী সব দীক্ষিত হারামি।
শ্রীমন্ত জ্ঞানী আপনিই একমাত্র বিজ্ঞ বাকী সব কোটি ভক্ত অজ্ঞ।
শ্রীমন্ত জ্ঞানী আপনিই শুধু ঠাকুরের স্বামী বাকী সব আসামী।
শ্রীমন্ত জ্ঞানী আপনারই শুধু চোখকান খোলা বাকী সব পৃথিবী জুড়ে ঠাকুর শিষ্য অন্ধ আর কালা?
শ্রীমন্ত জ্ঞানী আপনিই শুধু জ্ঞানী বাকী সব অজ্ঞানী।
শ্রীমন্ত জ্ঞানী আপনিই শুধু সত্যবাদী যুধিষ্ঠির বাকী সব মিথ্যেবাদী নষ্টনীড়।
শ্রীমন্ত জ্ঞানী আপনিই শুধু পরম যোগী বাকী সব ঠাকুরের দীক্ষিত চরম ভোগী আর রোগী।
শ্রীমন্ত জ্ঞানী আপনিই শুধু জাগ্রত বিবেক বাকী সব ঘুমন্ত আবেগ।
শ্রীমন্ত জ্ঞানী আপনিই শুধু আশা ভরসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাকী সব হতাশা নিরাশার হাউই বাজির অধিষ্ঠান।
আপনাকে সশ্রদ্ধ নমস্কার।
(লেখা ২রা মার্চ'২০২১)

No comments:

Post a Comment