Powered By Blogger

Tuesday, March 14, 2023

কবিতাঃ বড়একা লাগে.........

বড় একা লাগে এই-ই আকাশে,
অহং-এরও খেলা আকাশও পাড়ে!
লেখালেখির মাঝে ডুবে থাকি আমি
ভুলে গিয়ে সব যত বেদনাকে,
কে দেবে বলে আমায়
অহং-এরও খেলা কেন নিশিদিন
অহরহ ঘটে চলে এই-ই আকাশে!?
এই-ই তো বেশ আছি
একা একা থাকা,
বন্ধুরা ! সব ভালো থেকো,
থাকো ভালো দূরে নিরাপদে
মুছে দিয়ে সব গ্লানি,
যত অহং-এরও খেলা
এই আকাশও পাড়ে!
( লেখা ১৪ইমার্চ'২০১৪ )

No comments:

Post a Comment