এত টাকার গরম গুরুভাই,
করছো গুরুকে লাঞ্ছনা আর অপমান?
মনে রেখো আজকে যে রাজাধিরাজ
কেল সে ভিক্ষা চায়;
হাতে হাতে পাবে তার প্রমাণ,
একটু অপেক্ষা করো তাই।
রাতদিন মনে মনে গাইছো
নিজের অজান্তে নিজে বিষমন্ত্র জপছো,
"ছেড়ো না মন, কপট চাতুরী,
বদনে বলো হরি হরি।
হরির নাম পরম ব্রহ্ম
ধান্দার মূল মন্ত্র, ধান্দায় মূল ধর্ম,
অধর্ম-কুকর্ম ছেড়ো না রে।
Vulture-এর culture নিয়ে বন্ধু
ক'রো না তুমি nurture
দিনশেষে অবশেষে
ব্যর্থতা আর হতাশায় ভরে যাবে জীবন,
ভরে যাবে সংসার।
ছেদক আর শয়তান জেনো সমার্থক,
রাবড়ি খচ্চর সে যে!
পিতা তোমায় ডাক দিয়েছে
ব'সে থেকো না আর বেকুব সেজে।
ছেদল যে সেই শয়তা্ন।
খুঁজে নাও কেন তারে? থেকো না বেকুব,
হ'য়ো না শয়তানের সাথী, থাকো তুমি সাবধান,
মরো না, মেরো না প্রিয়জনেরে।
(১৪ই জুলাই, ২০১৭)
No comments:
Post a Comment