Powered By Blogger

Saturday, July 13, 2024

কবিতাঃ টেনে নাও আমায়............

কাল রাতে স্বপ্ন দেখলাম!
স্বপ্ন কি সত্যি তা জানি না।
স্বপ্ন দেখলাম আমি দাঁড়িয়ে আছি।
দাঁড়িয়ে আছি একা!
চারপাশে জনহীন নিঃসীম আঁধার,
মাথার ওপরে জ্যোৎস্নাময় নীল আকাশ!
স্বপ্নময় চাঁদের আলো ছড়িয়ে পড়েছে---
সামনে মহাসমুদ্র! ----মহাসমুদ্রের বুকে,
ছড়িয়ে পড়েছে দিক থেকে দিগন্তে!
যতদূর দৃষ্টি যায় অন্ধকারময় পার হীন সমুদ্র!
শুধু ঢেউ! ঢেউ! আর ঢেউ!
ঢেউয়ের তালে তালে চাঁদের আলো খেলা করে!
খেলা করে গর্জনকে বুকে আঁকড়ে ধ'রে!
গর্জন যেন আমায় বলে, আয়! আমার বুকে আয়!
ঢেউ তার বিশাল পাখনা মেলে আমায় দু'হাত বাড়িয়ে
ধরতে আসে, জড়িয়ে ধ'রে কোলে ক'রে
নিয়ে যেতে চায় অন্তহীন গভীর সমুদ্রের বুকে!
আমি মোহগ্রস্থ চেয়ে থাকি সমুদ্রের দিকে!
এ কোন সমুদ্র!? কোথায় সমুদ্রের জলরাশি!?
এ যে ভালোবাসার বিশাল মহাসমুদ্র!
ভালোবাসার সমুদ্র মন্থন ক'রে ক'রে উঠে আসছে
ক্রমশ ফেনিল শুভ্র ভালোবাসার ননী!
বিশাল ঢেউয়ের ফণা তুলে ভালোবাসার সেই ননী
আমায় টেনে নিয়ে যেতে চায় তার বুকে!
একা আমি সম্মোহিত ঢুলু ঢুলু চোখে দেখি,
সেই শুভ্র ফেনিল ভালোবাসার ননী অক্টোপাসের মত
ধীরে ধীরে আলতো স্পর্শ করে আমার পায়!
অনুভব করি সন্তর্পনে পায়ে পায়ে জড়িয়ে
আমায় নিয়ে যেতে চায় ভালোবাসার
গহীন সমুদ্রের বুকে, তলদেশে!
আমি যেতে চাই, সাড়া দিতে চাই তার ডাকে!
কিন্তু কে যেন টেনে ধরে আমায়!
পিছন পানে নিয়ে যেতে চায়!
আমি প্রাণপণে পিছন বাঁধন ছিন্ন ক'রে
ঝাঁপ দিতে চাই সেই ভালোবাসার ননীময় ক্ষীর সমুদ্রে!
হায় বাপ! আমায় ছেড়ে দাও! কে রেখেছো ধ'রে আমায়
বৃত্তি-প্রবৃত্তির শিকল পড়িয়ে পায়!?
হে ভালোবাসাময় ফেনিল সমুদ্র!
টেনে নাও তোমার সর্বশক্তি দিয়ে আমায়!
বৃত্তিভেদী টানে আমি দেব ঝাঁপ তোমার বুকে
অবগাহনে হবো আমি শীতল স্নিগ্ধ
শয়নে-স্বপনে-জাগরণে !
তুমি আমায় টেনে নাও,
টেনে নাও তোমার গভীর ভালোবাসাময় বিশাল বুকে!
(লেখা ১৪ই জুলাই, ২০২১)

No comments:

Post a Comment