যা' তুমি জান না, যা তুমি বোঝো না
এমন বিষয়ে লোককে উপদেশ দিও।
বন্ধু সেজে, হিতাকাঙ্ক্ষী হয়ে, প্রেমিক সেজে
কাছের মানুষ হয়ে যাও আর প্রশংসার নামে,
স্তুতির নামে, বন্দনার ঢঙ্গে তাঁর বদনাম করো,
সর্বনাশ করো আর সাথী সেজে তাঁর মাথা খাও।
এটাই উন্নতির, প্রগতির প্রকৃষ্ট পথ।
কোনও কিছুর ভিতর সত্য দেখতে চেষ্টা ক'রো না
সত্য দেখা মানেই তাকে মেনে নেওয়ার প্রবণতার
জন্ম হওয়া আর তাই-ই উন্নতির অন্তরায়।
তৃষ্ণায় চেয়েছে জল; সেই জল গলা উচু ক'রে
পান করতে গিয়েছে কি পিছন থেকে দিও টেনে নলি,
যারে দিয়েছ জল হাতে তুলি!
কারও প্রশংসা বা স্তুতি করতে যেও না
তাহ'লে সমালোচনার তীরে বিদ্ধ হবে
শান্তিতে ঘুমোতে পারবে না।
প্রশংসা বা স্তুতি করতে হ'লে
খোসামদের ঢঙ্গে ক'রো যাতে তাকে
মই ক'রে তার মাথার উপরে উঠে যেতে পারো।
দান ক'রে প্রকাশ ক'রো
নইলে চিরদিন অপ্রকাশিতই থাকবে।
নিজের ঢাক নিজে না পেটালে কেউ পেটাবে না।
বোকার মতো অকারণ হেঁটে হেঁটে ম'রো না;
হেঁটে মরার চেয়ে ঘরে ব'সে থাকা
ও বিছানায় হেগে মরা অনেক ভালো।
অপরের মঙ্গল কামনা নিজ অমঙ্গলের প্রসুতি।
আর অন্যের হিত ডেকে আনে নিজের অহিত।
তাই সাধু সাবধান!
প্রবির অমৃত বচন শোনো দিয়া মন।
বর্তমান সময়ের দিনিলিপি করিলাম বর্ণন। ( লেখা ২৯শে জুলাই, ২০২৩)
No comments:
Post a Comment