প্রশ্ন করবা না!
প্রশ্ন যতই করো তুমি;
উত্তর দিমু না!!
প্রশ্ন করলেই বলে,
কে তুমি? এজেন্ট তুমি কার??
সমালোচনা আলোচনার
ধারী না আমি কোনও ধার।
ভায়া কিছু বুঝলে।।
কথায় আছে,
ফাঁকা কলসির আওয়াজ বেশী;
আওয়াজে তোলপাড়।
যেমন, আমি সংস্কারক;
আমি সমাজকে এসেছি করতে উদ্ধার।
হারে রে রে রে রে তোরা
দেখ না আকাশ পানে চেয়ে!
ফড়িং কেমন হ'য়ে পাখি
উড়ছে সেথায় দিন বদলের গান গেয়ে!!
ভুল বলা বা ভুল করা ততটা দোষের নয় ভাইয়া;
নয় তত দোষ অন্যকে অকারণ দোষারোপ করা।
দোষ, মহাদোষ সেই ভুল বা দোষ ধরা।
আর মহাপাপ, শুধরে না নেয়া।
যে যা করছে বা বলছে তাকে
তাই করতে বা বলতে দাও,
বাধা দিও না।
তুমি তোমার কাজ ক'রে যাও,
কারও দয়া বা করুণা নিও না।
আজ আর ইচ্ছে করে না কাউকে বোঝাতে;
ইচ্ছে করে না কাউকে কিছু বলতে।
যার যা ইচ্ছা তাই করুক,
চলুক, যে যেমন ইচ্ছা চায় চলতে।।
তুমি যা করছো বা বলছো ভেবো না
তোমার দৃষ্টিভঙ্গিটাই সঠিক;
অন্যের দৃষ্টিভঙ্গির সাথে শেয়ার ক'রে
দেখে নাও তুমি কতটা ঠিক, কতটা বেঠিক।
তুমি যদি ভাবতে না পারো অন্যকে ভাবতে দাও;
আর তুমি যদি করতে না পারো ইষ্টকাজ
অন্যকে করতে দিয়ে ঈশ্বরের আশীর্বাদ নাও।
কাউকে সম্মান দিলে নিজের সম্মান হয় না ক্ষুণ্ণ,
বরং তা আরো বাড়ে; কাউকে শ্রদ্ধা জানালে,
ভালোবাসা দিলে তা নিজের দিকেই আসে ফিরে।
শূন্য জীবন হয় পূর্ণ, ছিল যা পাপ ক্ষ'য়ে হয় পুণ্য।
তোমার যা ঘাটতি তা অন্যের সাহায্যে নাও পুষিয়ে
আর তার শূন্যতা পূরণ ক'রে দাও
তোমার যা আছে বাড়তি তা অন্যকে দিয়ে;
দেখবে অপার শান্তি!
ঈশ্বর, জীবন্ত ঈশ্বর ছাড়া তোমার জীবনে
যেন কেউ বা কোনও কিছু প্রধান না হয়;
যদি তাই হয় তাহ'লে তোমার জীবনে
থাকবে না কোনও রোগ, শোক, মৃত্যুভয়,
আর, থাকবে না গ্রহদোষ, দারিদ্রতা, বুদ্ধিবিপর্যয়।
ঠাকুর তোমার আগে, ঠাকুর তোমার পিছে
ঠাকুর তোমার দাঁয়ে, ঠাকুর তোমার বাঁয়ে
আর, ঠাকুর থাকুক তোমার মাথায়
যেখানেই যাও দেখতে পাবে
ঠাকুর তোমার সঙ্গে আছেন সেথায়।
বন্ধু, টাকা ছাড়া কিছুই হয় না জীবনে
একথা সত্যি, নয় মিথ্যে।
তবুও জেনো টাকাই সব নয়;
জীবন্ত ঈশ্বর থাকলে জীবনে প্রধান
তাহ'লে টাকার সদ্ব্যবহার হয়।
টাকার এত অহংকার!?
টাকা ছাড়া জীবনে তোমার
অহংকার করার মত আছেটা কি আর ?
টাকা তো সবাই কামাই!
হ'য়ো না টাকার ঘর জামাই।
ভাত ছেটালে কাকের হয় না অভাব
একথাটা ঠিক; কিন্তু কাকের স্বভাব
ভাত খাওয়া শেষ হ'লেই যায় উড়ে
আর উড়ে যায় কর্কষ 'কা, কা,' রবে
একথা কিন্তু জেনো সঠিক।
সংযত হও, কথা বলো ভেবে
আর পা ফেলো দেখে।
সময়ে ফিরে পাবে সব;
সময়ের অপেক্ষায় আছেন বিধাতা
ফিরিয়ে দেবেন সব মেপে মেপে। প্রবি।
( লেখা ৩রা জুলাই, ২০২৩)
No comments:
Post a Comment