Powered By Blogger

Sunday, July 14, 2024

বিচিত্রা ১৪

আজি এ মধুর প্রভাতে
কেন এত দুঃখ, কষ্ট, 
কেন এত যন্ত্রণা?
হৃদমাঝারে কূট কাটে 
সযতনে মন্থরার মন্ত্রণা।
আকাশে মেঘের খেলা,
লুকোচুরি রোদের খেলা,
শাখে শাখে পাখির কলতান
তারি শোভা দেখে, কলতান শুনে
প্রাণপাখি গেয়ে ওঠে,
রাধা রাধা রাধা গান।
ইষ্টকে তোমার ক'রো না 
আয়ের উপকরণ,
ইষ্টের মংগলযজ্ঞে হয়ে ওঠো
তুমি আহূতির উপকরণ।

No comments:

Post a Comment